এগিয়ে আসছে দুষ্টু পোলা ও সুশীল
লিখেছেন লিখেছেন হতভাগা ০১ জানুয়ারি, ২০১৫, ১২:২৪:৫২ দুপুর
সর্বোচ্চ মন্তব্যকারী (এক সপ্তাহের) অপশনটি যখন চালু হল তখন সেই মুহূর্তে আমি ছিলাম শীর্ষে
এই অপশনটা ব্লগে মন্তব্য করার আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে সন্দেহ নেই । যারা কমেন্ট করার ব্যাপারে একেবারে কৃপন ছিল তারাও এখন কমেন্ট করে যাচ্ছে ।
তবে এটার যে একটা নেগেটিভ দিক আছে তা আমি এতদ সংক্রান্ত বিভিন্ন পোস্টে বিভিন্ন সময়ে মন্তব্য করেছি । কারণ টুমরোতে আছে কুইক মন্তব্যের অপশন । হয়ত যারা খুব বিজি তাদের কথা চিন্তা করেই হয়ত এটা রাখা হয়েছে । এখানে ভাল ভাল কথাই অপশনে রাখা হয়েছে ।
কিন্তু এখন সর্বোচ্চ মন্তব্য কারীর অপশন চালু হবার ফলে এটার মারাত্মক অপব্যবহার দিনকে দিন বেড়েই চলেছে
ব্লগে এমন কিছু ব্লগার আগেই ছিল এবং নতুন এসেছে যারা কোন পোস্টে নিজস্ব কোন মন্তব্য না করে কুইক মন্তব্য করেই পার হয়ে যায় । অনেক সময় পোস্টে ঢুকলে দেখা যায় যে প্রথম কমেন্টটাই হল কুইক কমেন্ট দিয়ে করা । এরা অনেক সময় পোস্ট না পড়েই প্রথম মন্তব্যকারী এবং মন্তব্য সংখ্যা বাড়ানোর জন্যই এরকমটা করে থাকে ।
ব্লগে পোস্ট আসবে , আসবে তার পক্ষে বিপক্ষে কমেন্ট কমেন্টারদের কাছ থেকে। এভাবে পোস্ট তথা ব্লগটা উপভোগ্য হয়ে উঠবে ।
এটাই একজন ব্লগের ব্লগারের কাছ থেকে এক্সপেক্টেশন হওয়া উচিত।
বিষয়: বিবিধ
১৪৩১ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
#ব্লগে পোস্ট আসবে , আসবে তার পক্ষে বিপক্ষে কমেন্ট কমেন্টারদের কাছ থেকে। এভাবে পোস্ট তথা ব্লগটা উপভোগ্য হয়ে উঠবে ।
এটাই একজন ব্লগের ব্লগারের কাছ থেকে এক্সপেক্টেশন হওয়া উচিত।
সহমত । ধন্যবাদ আপনাকে ।
ছোট বা মাঝারি সাইজের পোস্ট দেওয়া হলে পড়তে সুবিধা হয়
সব সময় কুইক মন্তব্য একঘেয়ে করে দেয় 'ব্লগ পরিবেশ'এতে সন্দেহ নেই! কিন্তু নতুন অবস্হায় সাহসের কমতি বা যথার্থ মন্তব্য না হওয়ার ভয়ে অনেকে কুইক মন্তব্য করে! আমিও কিছুটা করেছি! আপনাদের সতর্ক সহযোগি মনোভাবে আজ এই পর্যন্ত!
সবার মাঝে সুন্দর পরিবেশ বজায় রাখার আগ্রহ সৃষ্টি হোক-এই প্রত্যাশা!!
আমি কয়েকটা কমেন্টে বলেছিও কয়েক জনকে।
মনটা চাইতাছে ....
আসলে কুইক কমেন্ট আমার ও ভাল লাগে না তবে কিছু কিছু পোষ্ট আছে যেগুলোতে এটা বলা ছাড়া বলার ও কিছু থাকে না । আর আমার যেহেতু ভাষাগত দিক দিয়ে একটু দূর্বলতা আছে তাই অনেক সময় কুইক কমেন্ট করি তবে উনাদের মত নয় মাঝে মাঝে ।
ধন্যবাদ হতভাগা ভাইয়া সুন্দর পোষ্টের জন্য ।
বেমক্কা কমেন্ট উনারা বরদাস্ত করতে পারেন না
মন্তব্য করতে লগইন করুন