ডবল ধবল ধোলাই
লিখেছেন লিখেছেন হতভাগা ০২ ডিসেম্বর, ২০১৪, ০২:৩৮:২২ দুপুর
শিরোনাম দেখে বুঝতে কারোরই অসুবিধা হবার কথা না কোন বিষয়ে বলতে চাচ্ছি ।
গতকালের জয়ের মাধ্যমে জিম্বাবুয়েকে টেস্টের পাশাপাশি ওয়ানডেতেও ধবল ধোলাই দিল বাংলাদেশ ।
অভিনন্দন মুশফিক , মাশরাফি , সাকিব , তামিম , মাহমুদুল্লাহ শ সকল খেলোয়ার ও কোচিং স্টাফদের ।
যে বছরটা শেষ হয়ে যাচ্ছিল জয় বন্চিত হয়ে সেটাই এখন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বছরে চলে গেল ।
সাকিবের রাজসিক প্রত্যাবর্তন , ডেব্যুডেন্ট তাইজুলের দুই দুইটি রেকর্ড , গুগলিবাজ জুবায়েরকে আবিষ্কার , তামিমের নিজেকে ফিরে পাওয়া ( তাও আবার ঘরের মাঠেই) , রিয়াদকে ভুল বোঝার জবাব , মুশফিকের দায়িত্বশীল পারফরমেন্স আর সর্বপোরি সিরিজ শেষে ইনজুরিমুক্ত মাশরাফিকে পাওয়া - সবই হয়েছে এই সিরিজে ।
বাংলাদেশ যে একটা দল হিসেবে উঠে আসছে এটা এই সিরিজে বোঝা গেছে । সব কিছু ঠিক থাকলে মাশরাফির নেতৃত্বেই বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ - ইন শা আল্লাহ।
বিশ্বকাপ শুরু হতে দুইমাসের মত আছে । বাংলাদেশের সামনে এখন আর কোন খেলা নেই । তাই এই সময়ে বাংলাদেশকে নিজেদের বিশ্বকাপের জন্য ফিট করে তুলতে হবে । ইনজুরি এড়িয়ে চলতে হবে ।
বাংলাদেশ দলে এখন যে ব্যাটস্ম্যানরা আছে তারা চলনসই । শুধু ফর্মটা ধরে রাখতে হবে । এই সিরিজে টপ অর্ডারের ৫-৬ জন ব্যাটস্ম্যানই ভাল খেলেছে , রান পেয়েছে । এটা ভাল লক্ষণ ।
স্পিনাররা ভাল করছে । সাকিবের পাশাপাশি এখন তাইজুল , জুবায়ের , সানি আছে ।
তবে যেটার জন্য বাংলাদেশ একটু পিছিয়ে , একটু না বরং বেশ পিছিয়ে তাহলো - ভাল পেসারের অভাব । এক মাশরাফি ছাড়া আর কারও বল গননার মত না , অন্তত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড এর পেস-বাউন্সবান্ধব পিচে । তাই এই কয়েকটা মাস পেসারদের নিয়ে কাজ করতে হবে কোচিং স্টাফদের । বোলিং কোচ হিথ স্ট্রিকের নিজেকে প্রমান করার সময় এখানেই ।
একজন বাস্তবমুখী বাংলাদেশ সমর্থক হিসেবে আশা করবো বাংলাদেশ যাতে প্রথম রাউন্ডের বাধা পার হয় - সেটা খুব সম্ভব যদি খেলোয়াররা নিজেদের মেলে ধরতে পারে - ইন শা আল্লাহ।
বিষয়: বিবিধ
১২১৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুউউউব ভাআআআলোওওও লাগলোওওও...
০ এড টেড যোগ করে করেকটু লম্বা করা যায় না ?
তবে অস্ট্রেলিয়াতে ওরা ধরা খাবে পেস নিয়ে । ভাল পেসে ওরা খুব সহজেই ঘায়েল হয়ে যাবে ।
তাই বাংলাদেশের কমপক্ষে ৩ জন ঘাঘু পেসার বের করে আনা উচিত ।
আর জিম্বাবুয়ের অতীত নিয়ে আমাদের এই সাফল্যকে খাটো করে দেখার উপায় নেই ।
হিথ স্ট্রিক- ফ্লাওয়ারদের যুগে জিম্বাবুয়ে কেনিয়ার কাছে হেরেছিল । সেখানে কেনিয়া সেমি ফাইনালে গিয়েছিল । কেনিয়া এখন কোথায় ? বা সেই ক্যালিপসোরাই বা কোথায় যারা এক সময় ক্রিকেট বিশ্বকে শাসন করতো ?
মন্তব্য করতে লগইন করুন