ছবির পার্থক্য ৫১ ( শেষ )
লিখেছেন লিখেছেন হতভাগা ০৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:০৫:০৬ বিকাল
নিচের ছবি দুটোর মধ্যে পার্থক্য গুলো সচিত্র পরিবেশন করুন ।
ছবির পার্থক্য কুইজ এর এটাই ছিল শেষ পর্ব ।
স্বতঃষ্ফূর্ত অংশ গ্রহনকারীদের ধন্যবাদ ।
একটা লিংক দিয়ে গেলাম , আগ্রহীরা ভালই উতসাহ পাবেন আশা রাখি ।
http://puzzles.about.com/library/java/blsummerSD.htm
বিষয়: বিবিধ
১৬০০ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কৈলেই হলো না? এসব তামাশা বন্ধ করুন। সুডুকু খেলার মাধ্যমে জাতিকে অন্ধকার পথে নিয়ে যাবেন না প্লিজ।
ষ্টক শেষ??
লিখা পড়া আর মন্তব্য করার জন্য এটাই আমার প্রথম প্লাটফর্ম। তাই নাস্তিক ছাড়া আর কাউকেই আমার পর মনে হয়না। সবাই আমার ভার্চুয়াল আপন মনে হয়। হ্যাঁ হয়তো ধরে রাখতে পারবনা। সাময়িক কষ্ট পাবো ভুলে যাব। কিন্তু আমার মনে থেকে যাবে আপনি আমার অন্যতম এক জন প্রিয় ব্লগার।
জানি না কেন কথা গুলো বললাম। কেন যেন মনে হচ্ছে আপনি আর আসবেন না।
মন্তব্য করতে লগইন করুন