ঈদের আগাম শুভেচ্ছা হতভাগার পক্ষ থেকে ( ছবি ব্লগ : কিছু ফান , কিছু সিরিয়াস)

লিখেছেন লিখেছেন হতভাগা ২৮ জুলাই, ২০১৪, ০৬:৩৩:২২ সন্ধ্যা

আজ চাঁদ দেখা গেলেই কাল পবিত্র ঈদ-উল -ফিতর

ঈদের এই প্রাক্কালে আসুন কিছু ছবি দেখে নিই মজার মজার , ভাব গম্ভীর মুলক (সবই নেট থেকে কালেক্ট করা)

*******************************************************************************************************

১.



এই উপদেশটা আসলেই কাজের অথচ আমরা প্রায়ই এটা ফলো করি না ।

২.



কথাটা মোটেই মিথ্যা বলেন নি সাবেক ভারতীয় প্রেসিডেন্ট ।

৩.

একজন ডাই-হার্ড আর্জেন্টিনা ফুটবল দল সমর্থক ।

৪.



আসলেই তো ! কবি গুরু কি এ জিনিসটা খেয়াল করেন নি ?

৫.

চিপ্‌সের প্যাকেট এমন ভাবে বাতাস দিয়ে ফুলিয়ে টাইট করা থাকে যে মনে হয় আমরা বাতাসই কিনছি সাথে কিছু চিপ্‌স।

৬.



ঘটনা কিন্তু এক , তবে পারসন বুঝে রিয়েকশন ভিন্ন ।

৭.



একেবার সত্য ঘটনা

৮.



হাসান সাহেব তার নামের সার্থকতা বেশ দক্ষতার সাথেই প্রমান করে যাচ্ছেন

৯.



শোনা কথা অনেক সময় ঠিক নাও হতে পারে তাতক্ষনিকভাবে

১০.





ঈদ শপিংয়ে এই দুই গ্রুপ যা করে ! তাতে এটাই হত পারে রক্ষা পাবার একমাত্র উপায়

১১.



একবার ইমরান খান এর মহিলা ভক্তকে ইমরান খান নিজেই জিজ্ঞেস করেছিল যে , আমার খেলার কোন অংশটি আপনার ভাল লাগে ? ভক্তের উত্তর ছিল - আপনি যে গোলটি করেছেন সেটা ।

১২.



যার যেমন বুঝ বুদ্ধি

১৩.



জলিলের জটিল জবাব

১৪.



এই ছবিটা সিরিয়াস ছবি : থাইল্যান্ডের , পলপটের আমলে । এরা সেরা ফটোগ্রাফিতে আছে এখনও ।১৫.



এটাই করতো শ্বেতাঙ্গরা কালোদের প্রতি

১৬.



পারিবারিক ছবি দিয়ে তাহসানই ব্যাপারটাকে জটিল করে তুলছে

১৭.



এটা কিসের ছবি বলতে পারেন কেউ ?

১৮.



মাসজিদের ভিতরে ঢুকে হিজাব পড়ে এরকম ছবি তোলার অনুমতি কি ঠিক ছিল ?

১৯.



সুয়ারেজ দ্যা হিরো

২০.



এরকম এডেও কোন কাজ হয় না

২১.



এটাই হয় , এটাই বাস্তবতা ।

২২.



সফল পুরুষ ও সফল নারী

২৩.



যেটা বড়রাও বলতে পারে না সরাসরি সেটা পিচ্চিরা কত সহজে বলে ফেলে !

২৪.



তামিম আজকাল

২৫.



এরকম না বললে একজন টিচারের ভাব আসে না

২৬.



আগের দিনের খবর ভিন্ন , তবে এখন কার মেয়েদের বেলায় এটা খুবই যায়

২৭.



ভেরি মাচ কনফিউজিং

২৮.



বাংলাদেশী ছবির নামের তুলনাই হয় না

২৯.



পিচ্চিদের খুবই বিরল ভাল কাজ

৩০.



সবাইকে ঈদের শুভেচ্ছা । ঈদ মুবারাক ।

বিষয়: বিবিধ

৬৯৩৬ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249107
২৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
আফরা লিখেছেন : কিছু ভাল লাগছে কিছু খুব বেশী ভাল লাগছে আবার কিছু বুঝিও নাই ।তবে প্রথমটা আমি স্বরণে রাখব সারা জীবন !ইনশা আল্লাহ !

ভাইয়া আপনাকেও ঈদের শুভেচ্ছা - ঈদ মোবারক Rose Rose
২৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
193517
হতভাগা লিখেছেন : কোন কোনটা বুঝেন নাই ?
249108
২৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
ভিশু লিখেছেন : Rolling Eyes Rolling Eyes Rolling Eyes
Chatterbox Chatterbox Chatterbox
অস্থির অইসে... Worried Worried Worried
Happy Good Luck Rose
২৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
193518
হতভাগা লিখেছেন : স্থির হইয়া বসেন আর বলেন কোনটা কোনটা অস্থির হইছে
249109
২৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:১২
আহ জীবন লিখেছেন : ১৭> রক্তের লোহিত কনিকা।

ঈদ মোবারক।
২৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
193515
হতভাগা লিখেছেন : Applause Applause
249110
২৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঈদ মুবারক।
১৪ ন‍ং ছবিটা থাইল্যান্ড না ভিয়েতনাম।
আর নারি সংক্রান্ত ছবিগুলি নিয়া কিছু বলিব না....
১৭নং সম্ভবত লোহিত রক্তকনিকা।
আর হাসান মাহমুদ!!!!
সেরা!!!!!!!!!!!
২৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
193516
হতভাগা লিখেছেন : কারেকশনের জন্য ধন্যবাদ
249127
২৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
আওণ রাহ'বার লিখেছেন :
ﺗﻘﺒﻞ ﺍﻟﻠﻪ ﻣﻨﺎ ﻭ ﻣﻨﻜﻢ
ঈদ মোবারক
২৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
193520
হতভাগা লিখেছেন : ঈদ মোবারক আপনাকেও
249128
২৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
আওণ রাহ'বার লিখেছেন : আপনি এবার হতভাগা থেকে সৌভাগ্য হবেন।
দোয়া করি।
২৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
193521
হতভাগা লিখেছেন : আল'হামদুলিল্লাহ
249138
২৮ জুলাই ২০১৪ রাত ০৮:১৬
শুকনা মরিচ লিখেছেন : অসাধারণ ছবিগুলা, খুব ভাল লাগল।
২৮ জুলাই ২০১৪ রাত ০৯:১৫
193531
হতভাগা লিখেছেন : ভাল থাকবেন , ঈদ মোবারাক।
২৮ জুলাই ২০১৪ রাত ০৯:২৮
193533
শুকনা মরিচ লিখেছেন : ঈদ মোবারাক
249158
২৮ জুলাই ২০১৪ রাত ১০:০২
সন্ধাতারা লিখেছেন : Eid Mubarak Good Luck Rose Good Luck
২৮ জুলাই ২০১৪ রাত ১০:০৯
193540
হতভাগা লিখেছেন : ঈদ মুবারাক আপনাকেও ।

আপনি কমেন্ট করেন ইংলিশে , পোস্ট দেন বাংলাতে ।

কমেন্ট এবং পোস্ট কি আলাদা আলাদা ডিভাইসে করেন ?
249168
২৮ জুলাই ২০১৪ রাত ১০:১৬
বুড়া মিয়া লিখেছেন : যখন রাস্তায় মেয়ে পরে যায়, চরম!!!
আই লেবু-ও চরম!!!
সুয়ারেজ-ও খারাপ হয় নাই

সবশেষে – ঈদ মুবারক
২৮ জুলাই ২০১৪ রাত ১০:৩৬
193549
হতভাগা লিখেছেন : আপনাকেও ঈদ মোবারাক ।


১০
249315
২৯ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : ঈদ -- ঈদ---মোবারক
৩০ জুলাই ২০১৪ সকাল ০৯:০৯
193794
হতভাগা লিখেছেন : ঈদ মোবারক আপনাকেও

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File