পাখি ড্রেস , আনারকলিসহ বেশ কিছু ভারতীয় পোশাকের ছবি ব্লগ
লিখেছেন লিখেছেন হতভাগা ২৪ জুলাই, ২০১৪, ০১:৩৯:২৬ দুপুর
ঈদ এলেই আমাদের নারীকূলের মধ্যে পোশাক কেনার ধুম পড়ে যায় । মার্কেটকে মার্কেট সয়লাব করে ফেলে তারা পছন্দসই পোশাকের সন্ধানে ।
মার্কেটে যাবার কথা শুনলে তারা গভীর ঘুম থেকে কিংবা অসুস্থতা ঝেড়ে উঠে বসে ।
ভারতীয় সংষ্কৃতির আগ্রাসনের প্রভাবে এখন মেয়েদের ঈদের বাজারে ভারতীয় সিরিয়ালের প্রাধান্য লক্ষনীয় ।
অমুক সিরিয়ালে অমুক অভিনেত্রী ( নায়িকা) কি ড্রেস পড়েছে তা নিয়ে রীতিমত গবেষনা চলে নারীমহলে । এসব বুঝে বিক্রেতারা ঈদের বাজারকেই তাদের টার্গেট হিসেবে রাখে ।
ঈদকে সামনে রেখে আসে বা বানানো হয় নানা নামের হিন্দী সিরিয়ালের শাড়ী , সালোয়ার কামিজ সহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী।
মেয়েরা হিন্দী সিরিয়ালে তো বুঁদ হয়ে থাকে এটা এখন সয়েই গেছে । কিন্তু এসব দেখে শেখা অভ্যাস তারা পারিবারিক জীবনে কাজে লাগায় ।
সিরিয়ালের পোশাক প্রীতি আগেও ছিল । কিন্তু এখন এতে নতুন মাত্রা যোগ হয়েছে । সম্প্রতি পাখি ড্রেস না পেয়ে আত্মহত্যা ও স্বামীকে ডিভোর্স দেবার ঘটনা ঘটেছে । ব্যাপারটা আসলেই এলার্মিং পর্যায়ে চলে গেছে ।
এই ব্লগেও অনেক আপুরা আছেন যারা এখনও এই সব ড্রেস পান নি , তবে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ।
তাই সহব্লগার হিসেবে এই হতভাগা ব্লগার আপুনি , আপু ও ম্যামদের জন্য কিছু পোশাক নিয়ে এসেছে ।
বয়স ও রুচি অনুযায়ী একটা বা সবগুলোই পছন্দ করে নিতে পারেন ।
এখানে আছে হরেক রকমের শাড়ী (অবশ্যই ভারতীয় ) পাবেন
****************************************************************************************************
আর এখানে আছে সবার কাঙ্খিত পাখি ড্রেস সহ আরও নানা নামের নানা ডিজাইনের ড্রেস ।
*****************************************************************************************************
তারপরও আপু , ম্যামদের বলবো -
সামান্য (!) শাড়ি বা ড্রেসের জন্য জীবনটাকে তছনছ করে দেবেন না
বিষয়: বিবিধ
৮২৬৩ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্ত একটা বিষয় কিছুতেই মেনে নিতে পারি না এরা কি ধরনের মেয়ে সাধারন একটা ড্রেস এর জন্য আত্মহত্যা বা স্বামীকে ডিভোর্স দেয় ।
এরা যে কি চায় তা সে নিজেই '' বোঝে না , সে বোঝে না ''
বোঝেনই তো '' বোঝে না , সে বোঝে না ''
এই সুযোগে বিজ্ঞপন করে নিলেন!!!
গিয়ে পছন্দ সই পোশাক পাবেনই । দাম বেশী বলে আবার সুইসাইড করে বসবেন না যেন ।
ওফ! অনেক কষ্টে আপনার জন্য এই ড্রেসটা আনছি ব্লগার আতিক খান ভাইয়ের পোস্ট থেকে ।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/8963/atique/50002#.U9Jr4FLlrKV
মন্তব্য করতে লগইন করুন