একাত্তরের হাতিয়ার গর্জে উঠছে আরেকবার

লিখেছেন লিখেছেন হতভাগা ০৪ মার্চ, ২০১৪, ০২:৪৭:১৩ দুপুর

বন্ধু ও যোদ্ধাদের কাছে পর্যুদস্ত টাইগাররা এখন তাদের চিরশত্রুর মোকাবেলায় । যাদেরকে পেলেই চেতনা জাগ্রত হয় ।

স্বাধীনতার মাসে আজ এই মহান জাতীয় পতাকা উত্তোলন দিবসে আবারও ৭১ এর হাতিয়ার গর্জে উঠছে ।





http://www.espncricinfo.com/asia-cup-2014/engine/current/match/710305.html

লেটেস্ট খবর : ৩২৬-৩ । সবাই রান পেয়েছে । এই ম্যাচ পাকিস্তানের প্রায় নাগালের বাইরে ।

এবার তারা পার পাবে বলে মনে হচ্ছে না ।

বাংলাদেশ জিতবে ইনশা আল্লাহ ।

বিষয়: বিবিধ

১২৮৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

186619
০৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৮
০৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৭
138354
হতভাগা লিখেছেন : পাড়েন গিয়ে ঘুম
186620
০৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৯
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : ছবিগুলো অপ্রাসঙ্গিক
০৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৮
138357
হতভাগা লিখেছেন : বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে বেশী একশন ধর্মী নায়ক নায়িকা । এটা প্রতিকী । যেটা ইমরুল-বিজয় করছে এখন মাঠে ।
186638
০৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩০
শিশির ভেজা ভোর লিখেছেন : আজকে পাকিদের রক্ষে নেই
০৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪১
138361
হতভাগা লিখেছেন : শিশিরদের প্রভাব না পড়লেই হল

উপরে একজনের এক্সিমা শুরু হয়ে গেছে । আপনার রিভার্সও ।
186642
০৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৫
আহমদ মুসা লিখেছেন : ডাঙ্গুলী খেলা নিজেও দেখি না। বুঝারও চেষ্টা করি না।
জনশ্রুতি আছে- হিটলার (নাকি জাপানী কোন নেতা এই মহান কাজটি করেছিলেন আমার জানা নেই) নিজ দেশে ক্রিকেট খেলা নিষিদ্ধ করে দিয়েছিলেন। ঘন্টার পর ঘন্টা খেলার নামে এভাবে সময় অপচয় করা একমাত্র কর্মবিমূখ কোন গাফেল জাতির পক্ষেই মানানসই। সেটেলাইট টিভির কল্যাণে গোটা জাতির অর্ধেকের বেশী মানুষকে এই বেহুদা কাজে ব্যস্ত রাখার মাঝে দেশ ও জাতির কি ধরনের লাভ হয় আমার বুঝে আসে না।
০৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪১
138362
হতভাগা লিখেছেন : আঙ্গুর ফল টক মনে হইতেছে ভাইজান ?
186647
০৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৭
আহমদ মুসা লিখেছেন : আঙ্গর ফলও মাঝে মধ্যে টক হয়। বিশেষ করে সিজনের শুরুতে আঙ্গর ফল কিছুটা টক টক তো লাগেই।
কিন্তু কথা হচ্ছে এমনিতেই অলস এই জাতিকে টক জাতীয় ফলকেই আঙ্গুর বলে খাওয়ানোর চেষ্টা করা হয় সব সময়।
০৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:২০
138369
হতভাগা লিখেছেন : আর কি আছে ভাই আমাদের আনন্দ করার ? যা আছে এটাও কি গায়ে সয় না ?
186695
০৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : বাংলাদেশের জন্য শুভকামনা রইল।
০৫ মার্চ ২০১৪ সকাল ০৯:৩৯
138640
হতভাগা লিখেছেন :
186696
০৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাংলাদেশ জিতবে ইনশা আল্লাহ
০৫ মার্চ ২০১৪ সকাল ০৯:৪০
138641
হতভাগা লিখেছেন : পারে নাই রে ভাই ! পারে নাই ! বল স্ট্যাম্পে লাগলেও বেল পড়ে নাই !
186736
০৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২০
সজল আহমেদ লিখেছেন : ইনশাআল্লাহ আমরা জিতবোই।
০৫ মার্চ ২০১৪ সকাল ০৯:৪০
138642
হতভাগা লিখেছেন : ইনশা আল্লাহ । সামনে আরও খেলা আছে ।
187498
০৫ মার্চ ২০১৪ রাত ১০:৫০
বিদ্রোহী লিখেছেন : একাত্তরের প্রতিশোধ নিয়েছে পাকিস্তান। Rolling on the Floor

Click this link
০৬ মার্চ ২০১৪ সকাল ১০:০০
139168
হতভাগা লিখেছেন : এ বিজয় কাদের মোল্লার জন্য উতসর্গ করবে না কি ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File