একাত্তরের হাতিয়ার গর্জে উঠছে আরেকবার
লিখেছেন লিখেছেন হতভাগা ০৪ মার্চ, ২০১৪, ০২:৪৭:১৩ দুপুর
বন্ধু ও যোদ্ধাদের কাছে পর্যুদস্ত টাইগাররা এখন তাদের চিরশত্রুর মোকাবেলায় । যাদেরকে পেলেই চেতনা জাগ্রত হয় ।
স্বাধীনতার মাসে আজ এই মহান জাতীয় পতাকা উত্তোলন দিবসে আবারও ৭১ এর হাতিয়ার গর্জে উঠছে ।
http://www.espncricinfo.com/asia-cup-2014/engine/current/match/710305.html
লেটেস্ট খবর : ৩২৬-৩ । সবাই রান পেয়েছে । এই ম্যাচ পাকিস্তানের প্রায় নাগালের বাইরে ।
এবার তারা পার পাবে বলে মনে হচ্ছে না ।
বাংলাদেশ জিতবে ইনশা আল্লাহ ।
বিষয়: বিবিধ
১২৮৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উপরে একজনের এক্সিমা শুরু হয়ে গেছে । আপনার রিভার্সও ।
জনশ্রুতি আছে- হিটলার (নাকি জাপানী কোন নেতা এই মহান কাজটি করেছিলেন আমার জানা নেই) নিজ দেশে ক্রিকেট খেলা নিষিদ্ধ করে দিয়েছিলেন। ঘন্টার পর ঘন্টা খেলার নামে এভাবে সময় অপচয় করা একমাত্র কর্মবিমূখ কোন গাফেল জাতির পক্ষেই মানানসই। সেটেলাইট টিভির কল্যাণে গোটা জাতির অর্ধেকের বেশী মানুষকে এই বেহুদা কাজে ব্যস্ত রাখার মাঝে দেশ ও জাতির কি ধরনের লাভ হয় আমার বুঝে আসে না।
কিন্তু কথা হচ্ছে এমনিতেই অলস এই জাতিকে টক জাতীয় ফলকেই আঙ্গুর বলে খাওয়ানোর চেষ্টা করা হয় সব সময়।
Click this link
মন্তব্য করতে লগইন করুন