কি হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের জন্য ?

লিখেছেন লিখেছেন হতভাগা ২৪ জানুয়ারি, ২০১৪, ১১:২০:৪৪ সকাল

গত সপ্তাহ খানেক ধরে যে আলোচনা বাংলাদেশে খুব বেশী আলোচিত হচ্ছে তাহলো -

সামনের দিন গুলোতে হয়ত বাংলাদেশ আর টেস্ট ম্যাচ খেলতে পারবেনা !

অলরেডি আমরা সবাই বিভিন্নভাবে জেনেছি যে -

কারা , কিভাবে , কি করতে যাচ্ছে এবং এর ফলে কারা কারা লাভবান হবে আর কে কে ক্ষতিগ্রস্থ হবে ।

সারা বছর যে দেশের মানুষ সব সময় হতাশায় থাকে সেখানে ক্রিকেট খেলাই একমাত্র উপলক্ষ হয়ে আসে আনন্দের । সেই ক্রিকেটই এখন বাংলাদেশের জন্য কঠিন হবার পথে ।

নতুন নিয়মে ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে বাংলাদেশ থাকবে সবার উপরে ।

যে দেশ টেস্ট স্ট্যাটাস পাবার ৬-৭ বছর খুব সমালোচনার মধ্যে ছিল , গত ৫-৬ বছর যখন আস্তে আস্তে ভাল খেলা শুরু করেছে , বড় বড় জমিদারদেরকে একের পর এক বাঁশ দিচ্ছিল - তখনই এল এই সর্বনাশা প্রস্তাব ।

সাউথ আফ্রিকা , শ্রীলংকা , পাকিস্তান Straight Forward এর বিপক্ষে তাদের অবস্থান ইতিমধ্যেই নিশ্চিত করেছে ।

এই প্রস্তাবকে পাশ করাতে জমিদারদের চাই আরও ৪ জনকে । অলরেডি পা চাটা কুত্তা হিসেবে পেয়ে গেছে বাংলাদেশেরই কাজে ক্রমাগত হোয়াইট ওয়াশ হওয়া নিউজিল্যান্ড ।

এটা অত্যন্ত দুঃখের বিষয় যে বাংলাদেশই এই নিয়ম কার্যকর হলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবে , সেই দেশেরই বোর্ড বিসিবি কি না ভারতের এই প্রস্তাবকে সমর্থন দিতে যাচ্ছে !

এটা হবে বাংলাদেশের জন্য জেনে শুনে বিষ খাবার শামিল ।

রাজনৈতিক অস্থিরতার জন্য বাংলাদেশে যে এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপ নিয়ে সংশয় দেখা দিয়েছিল তা ভারতের আশ্বাসেই দূর হয়েছে এবং তা ছিল বাংলাদেশ ''ঐ খসড়াতে সন্মতি দিবে'' এটার নিশ্চিত প্রতিশ্রুতি পাবার পরই ।

বাংলাদেশ কি এই এশিয়া কাপ ও টি২০ আয়োজনের বিনিময়ে নিজেদের ক্রিকেট ভবিষ্যতকে বিলিয়ে দিল !!

আরও মর্মাহত খবর হল যে , বিসিবির সভাপতি যিনি বাংলাদেশের প্রথম চেস্ট অধিনায়ক এবং প্রেসিডেন্ট সাহেব - নিজ দেশের জন্য ক্ষতিকর এই প্রস্তাবকে যেখানে সাউথ আফ্রিকাদের মত সরাসরি '' না '' করে দেওয়ার কথা , সেখানে তারা প্রস্তাবটির প্রতি নিমরাজি !!

একজন বাংলাদেশী হিসেবে , বাংলাদেশ ক্রিকেটের সমর্থক হিসেবে আপনার মতামত জানতে চাইছি ।

হয়ত বা এরকম ছবি আমরা আর কখনও দেখতে পাবো না











বিষয়: বিবিধ

১২৫৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166691
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৩
হলুদ রঙ মেঘ লিখেছেন : আমরা এই হঠকারিতা মেনে নিতে পারিনা।
২৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৩
120784
হতভাগা লিখেছেন : সবসময়ই আমাদের এইসব জমিদারদের ব্যাপারে সতর্ক থাকতে হবে । এরা কখনও আমাদেরকে সেই দাসই মনে করে ।
166700
২৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৪২
সাইদ লিখেছেন : ১০% জনসমর্থনের সরকারেরর দেওয়া কেবল মাত্র শুরু।ক্ষমতায় থাকতে হলে শুধু ভারত না বিশ্বের সব মোড়লদেরকে অনেক কিছু দিয়ে খুশী রাখতে হবে.সামনে পাঁচ বছরে অনেক কিছু দেখার বাকি আছে.সরকারের মাথা এখন বিদেশী মোড়ল।তাদের স্বার্থের বিরুদ্ধে গেলেই তো ক্ষমতা ছাড়তে হবে--আওয়ামীলীগের চাই ক্ষমতা আর মোড়লদের চাই স্বার্থ।কে প্রতিবাদ করবে?পোষা বাহিনী আছে না.প্রতিবাদের হাত ভেঙ্গে দেওয়া হবে.
২৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৯
120785
হতভাগা লিখেছেন : এটা ভারতের জন্য Win and Gain situation আর বাংলাদেশের জন্য Crisis & Dieing situation .

দ্বিপাক্ষিক চুক্তিগুলো সবসময়ই হয় গোপনে এবং বাংলাদেশ সবার সাথেই এ ব্যাপারে Loser side য়েই থাকে ।

এই প্রস্তাব বিশ্ব বাসীর সামনে একেবারে ওপেন এবং সবাই এটার সম্ভাব্য ফল ভালই বুঝতে পারছে ।

দেখা যাক খেলা নিয়ে এই যে বিশ্ব রাজনীতির কূটচালে বাংলাদেশ পড়লো যার বেনিফিশিয়ারী ভারত এবং দ্বিপাক্ষিক সব চুক্তিতেই বাংলাদেশ ভারতকে সব কিছুই উজাড় করে দেয় নিজেরটাও ছেড়ে দিয়ে ।

বাংলাদেশ কি করবে এবার এই কূটনীতির খেলায় যেখানে ভারত তার মুখোমুখি এসেছে ।

বাংলাদেশ কি পারবে সাউথ আফ্রিকা - শ্রী লংকা - পাকিস্তানের মত সরাসরি নিজেদের অবস্থান আগে ভাগেই জানিয়ে নিজেদের স্বকীয়তা সগৌরবে ঘোষনা করতে

নাকি , আবারও বন্ধু (!)ভারতের লাভের জন্য, ভারতের পরামর্শে নতজানু হয়ে নিজেদের জন্য ক্ষতিকর প্রস্তাবকে সমর্থন জানাবে ।
166874
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২২
নূর আল আমিন লিখেছেন : হতভাগা ভাই @আসলেই আমরা হতভাগা জাতী ৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীনতা পেয়ে ভারতের গোলামীর সেকল পড়েছি আমরা
২৪ জানুয়ারি ২০১৪ রাত ১০:০০
120948
হতভাগা লিখেছেন : ভারতের উপর নির্ভরশীল হয়ে না থাকলে বাংলাদেশ আজ মালয়েশিয়ার লেভেলে চলে যেত । ৪০ বছর অনেক সময় ।

প্রকৃতপক্ষে ভারতের নিজেদের অখন্ডতার জন্য একটা ব্যর্থ বাংলাদেশ দরকার ।
167595
২৬ জানুয়ারি ২০১৪ রাত ১২:০০
নূর আল আমিন লিখেছেন : নিজেদের অখন্ডতার
জন্য একটা ব্যর্থ
বাংলাদেশ দরকার ।
ঠিক বলেছেন মালয়শিয়া আমাদের একবছর পর স্বাধীনতা পেয়েও আজ কত শিখরে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File