জামায়াতকে ছাড়লেই সমাধান : ড. জাফর ইকবাল
লিখেছেন লিখেছেন হতভাগা ০৪ জানুয়ারি, ২০১৪, ০৩:১৬:৩৩ দুপুর
04 Jan, 2014
দেশের চলমান সহিংসতার সমাধান রয়েছে, জামায়াতকে বাদ দিয়ে সবাই এক হয়ে গেলেই সবকিছুর সমাধান হয়ে যাবে- মন্তব্য ড. জাফর ইকবালের।
আজ শনিবার বাংলাদেশ অর্থনীতি সমিতির উদ্যোগে হোটেল লেকশোরে আয়োজিত সেমিনারে ড. জাফর ইকবাল বলেন, চলমান সহিংসতার সমাধান রয়েছে। আর তা হলো, জামায়াতকে পরিত্যাগ করতে হবে।
যারা নির্বাচন বন্ধ করতে চান তাদের উদ্দেশে তিনি বলেন, আগে সহিংসতা বন্ধ করো। তারপর তুমি রাজনীতি নিয়ে কথা বলো। সহিংসতা বন্ধ না করলে তাদের নির্বাচন নিয়ে কথা বলার কোন অধিকার নেই।
ড. জাফর ইকবাল বলেন, আমাদের কোন ফেসবুক একাউন্ট নেই। কিন্তু দু:খ লাগে যখন দেখি, বাঁশেরকেল্লা নামের একটি ওয়েবসাইটের সঙ্গে একমত হয়ে দেশের বড় বড় সংবাদপত্র ও এর সম্পাদকরা বলেন নির্বাচন বন্ধ কর।
উৎসঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রতিক্রিয়া : ৫ তারিখের পর জামায়াত-শিবিরের খবর আছে । ২৬ মার্চের আগেই তাদের ব্যাপারে একটা ফাইনাল সেটেলমেন্টে এসে যাবে সরকার ।
বিষয়: বিবিধ
২৮৬৩ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেন আপনারা পূর্ব পুরুষদের পাপের ফল ভোগ করবেন ? কেন তাদের পাপের জন্য আপনারা মার খাবেন একের পর এক ?
কায়মনে বাংলাদেশী হয়ে যান ।
আপনার মত দশাসই চেহারার কিছু কর্মী যদি জামায়াতের পক্ষে নামে তাহলে পুলিশ-লীগের পাতলা পায়খানা থামানো যাবে না ।
আপনি কি স্বাধীনতার বিপক্ষে ? ভেরিফাই করে নেন ।
০
হ্যাঁ ভাইয়া , আমি জানি তুমি ও তোমরাই পারবে দেশকে এগিয়ে নিতে.
কি ভাই এরা কি সব জামাতের লোক নাকি এই ভাবে মাঠে ইটপাটকেল মারছে ??
আপনারা ভারতের উচ্ছিষ্ট খেয়ে অন্ধ হয়ে েগছেন।
বাঁশেরকেল্লা একটা ওয়েবসাইট : কম্পিউটারের শিক্ষক ড. জাফর ইকবাল
মন্তব্য করতে লগইন করুন