৮ জনের ফাঁসি, ১৩ জনের যাবজ্জীবন
লিখেছেন লিখেছেন হতভাগা ১৮ ডিসেম্বর, ২০১৩, ১২:৫৯:১৩ দুপুর
18 Dec, 2013 বিশ্বাজিৎ হত্যা মামলায় ৮ জনের ফাঁসি ও ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। বুধবার বেলা সাড়ে ১২টায় এ রায় ঘোষণা করা হয়।
এদিকে রায়কে কেন্দ্র করে আদালত ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে মোতায়েন রয়েছে অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্য।
বিশ্বজিতের দুই ভাই রবিন দাস ও উত্তম দাস আদালতের এজলাসে উপস্থিত রয়েছেন।
এ সময় তারা পরিবর্তন'কে বলেন, "রায়ে আমরা সন্তুষ্ট, তবে শিগগিরই এ রায় কার্যকর দেখতে চাই।"
২০১২ সালের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে বাহাদুর শাহ পার্কের কাছে পথচারী দর্জি দোকানি বিশ্বজিৎ দাসকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। বিশ্বজিৎ ওই সময় লক্ষ্মীবাজারের বাসা থেকে হেঁটে শাঁখারীবাজারের নিজ দোকানে যাচ্ছিলেন।
এ মামলার ২১ জন আসামির মধ্যে ৮ জন কারাগারে আটক আছেন। বাকি ১৩ আসামি পলাতক। রাষ্ট্রপক্ষে ৩৩ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়েছে।
বিশ্বজিৎ হত্যা মামলায় চলতি বছরের ৫ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২১ কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৬ মে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করা হয়
উৎসঃ poriborton
প্রতিক্রিয়া : Justice again !
বিষয়: বিবিধ
১৩৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন