মিশরে মুরসি সমর্থক ২১ তরুণীর কারাদণ্ড

লিখেছেন লিখেছেন হতভাগা ২৮ নভেম্বর, ২০১৩, ০৪:১২:৩৬ বিকাল



28 Nov, 2013 মিশরের সাবেক ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থনে বিক্ষোভে অংশ নেয়ার দায়ে ২১ তরুণীকে ১১ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়া থেকে গত মাসে ওই তরুণীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাত জনের বয়স ১৮ বছরেরও কম। তাদেরমধ্যে একজন সংখ্যালঘু তরুণীও রয়েছে।

তাদের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগ, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, নাশকতাসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।

এদিকে ২১ তরুণীকে কারাদণ্ড দেয়ায় দেশটির মানবাধিকার সংস্থাগুলো এর কড়া সমালোচনা করেছে। অনেকেই এটিকে কেবল পাগলামী বলেই আখ্যায়িত করেছে।

অন্যদিকে শাস্তিপ্রাপ্তদের স্বজনরা দাবি করেছেন, তাদের বিরুদ্ধে অবিচার করা হয়েছে। কারণ শাস্তিপ্রাপ্তরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল।

বাংলামেইল

বিষয়: বিবিধ

১০১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File