‘এ আনন্দ যেন নির্বাচনের জোয়ার’
লিখেছেন লিখেছেন হতভাগা ২০ নভেম্বর, ২০১৩, ০৫:৪৭:৩৮ বিকাল
‘এ আনন্দ যেন নির্বাচনের জোয়ার’ 20 Nov, 2013 আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টির মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে।
বুধবার বিকেলে বনানীর রাজনৈতিক কার্যালয়ে হুসেইন মুহম্মদ এ মনোনয়নপত্র তুলে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় এরশাদ ঢাকা-১৭, রংপুর-১ ও ৩ আসনের মনোনয়নপত্র তোলেন।
এরশাদ সাংবাদিকদের বলেন, ‘এ আনন্দ যেন নির্বাচনের জোয়ার। জাতীয় পার্টি ক্ষমতায় এসে সরকার গঠন করে দেশবাসীর সেবা করবে।’
জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, ‘জাতীয় পার্টি এখন নির্বাচনমুখী। এই উৎসব মুখর পরিবেশ দেখে মনে হচ্ছে আগামীতে জাতীয় পার্টিই সরকার গঠন করবে।’
এদিকে মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে জাতীয় পার্টির এই রাজনৈতিক কার্যালয়ে উৎসবে পরিণত হয়েছে। বিকেল ৩টা থেকে মনোনয়নপত্র তোলা শুরু হলে দেখা যায় প্রার্থীদের বিভিন্ন ধরণের ফেস্টুন ও ঢোল বাজিয়ে আসতে।
এরশাদের পলিটিক্যাল ও রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় বলেন, ‘প্রথম দিনে ১৯২ টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ-৩টি, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-৩ থেকে ১টি, পেসিডিয়াম সদস্য রত্মা আমিন বরিশাল-৬ থেকে, সৈয়দ আবু হোসেন বাবলা ঢাকা-৪ ও খুলনা-১ থেকে সুনিল শুভ রায়সহ বিভিন্ন প্রার্থীরা মনোনয়নপত্র তুলেছেন।
উল্লেখ্য, গত নবম জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২, রংপুর-৩, ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ। পরে উপ-নির্বাচনে কুড়িগ্রাম-২, রংপুর-৩ ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসন ধরে রাখেন তিনি
উৎসঃ বাংলামেইল২৪
বিষয়: বিবিধ
১১৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন