তারেকের গ্রেপ্তারি পরোয়ানা প্রস্তুত, রায়ের পর সিদ্ধান্ত

লিখেছেন লিখেছেন হতভাগা ১৫ নভেম্বর, ২০১৩, ০৮:৪৪:৫৬ রাত



15 Nov, 2013 বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আদালতের মুখোমুখি করার প্রক্রিয়া সরকারের প্রায় চূড়ান্ত। তারেক, তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিদেশে ঘুষের টাকা লেনদেনের মামলার রায় ঘোষণা হবে আগামী রোববার। ‘পলাতক’ তারেককে দেশে ফিরিয়ে আনতে এর মধ্যে গত ৫ নভেম্বর কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ব্রিটিশ সরকারের কাছে আনুষ্ঠানিক গ্রেপ্তারি পরোয়ানা পাঠিয়েছে সরকার। প্রচলিত নীতিমালা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটি পাঠানো হয়। বিষয়টি ইন্টারপোলকেও জানিয়েছে মহাজোট সরকার। এসব বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী রোববার মামলার রায় ঘোষণার পর। সরকারের কয়েকটি সূত্রে এসব তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদেশে ঘুষের টাকা লেনদেনের মামলায় গত ৫ নভেম্বর বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা থেকে তারেক রহমানকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়। আনুষ্ঠানিক এ চিঠিতে বলা হয়, ‘পলাতক আসামি তারেক রহমানের বিরুদ্ধে আদালতের ইস্যু গ্রেপ্তারি পরোয়ানাটি ঢাকার জাতীয় অপরাধ প্রতিহত কমিটি থেকে যুক্তরাজ্যের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে (এনসিবি) পাঠানো হয়েছে। ওই আসামিকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ব্রিটিশ সরকারকে অনুরোধ করা হলো।’

২০০৯ সালের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় তারেক, তার ব্যবসায়িক অংশীদার মামুনের বিরুদ্ধে টাকা পাচার প্রতিরোধ আইনে মামলা করে দুদক। পরের বছর ৬ জুলাই অভিযোগপত্র দেয়া হয়। চার্জশিট দাখিলের এক বছর পর ২০১১ সালের ৮ আগস্ট এ মামলার অভিযোগ গঠন করেন আদালত। এর আগে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে টাকা পাচারের অন্য একটি মামলায় ২০১১ সালে সাজা দেয়া হয়।

বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ প্রিয় দেশ’র কাছে দাবি করেন, ‘তারেক রহমানের মামলার রায়ে কী আছে বা থাকতে পারে, তা জানা আছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায় দেশের জনগণ মেনে নেবে না।’

প্রসঙ্গত, জরুরি অবস্থার তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সঙ্গে গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উচ্চ আদালতের নির্দেশে জামিন নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। এরপর আর তিনি দেশে ফেরেননি

উৎসঃ প্রিয়দেশ







বিষয়: বিবিধ

১৩৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File