শীর্ষ পাঁচ নেতাকে খালেদার লিখিত নোটিশ

লিখেছেন লিখেছেন হতভাগা ১৪ নভেম্বর, ২০১৩, ০৯:২৫:৫৭ রাত



14 Nov, 2013 বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাসহ দলের শীর্ষ পাঁচ নেতাকে সতর্ক করেছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাদের লিখিতভাবে নোটিশও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মির্জা আব্বাস ও সাদেক হোসেন খোকা ছাড়াও দলের সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরফত আলী সপুসহ আরও কয়েকজন নেতাকে শোকজ করেছেন খালেদা জিয়া।

জানা গেছে, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা বিগত হরতালগুলোতে তারা ঢাকায় কোনো মিছিল বা অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। তাই তাদের লিখিতভাবে নোটিশ দেওয়া হয়েছে।

তবে এ ব্যাপারে দলের পক্ষ থেকে কেউ মিডিয়ার সামনে মুখ খুলছেন না।

এদিকে, এসব নেতাদের মধ্যে মীর সরফত আলী সপুকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার রাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়

উৎসঃ নিউজপেজ২৪

বিষয়: বিবিধ

১১৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File