খালেদাকে ‘ঝগড়াটে’ বললেন জয়
লিখেছেন লিখেছেন হতভাগা ৩০ অক্টোবর, ২০১৩, ১০:৩৭:১১ রাত
30 Oct, 2013 বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘ঝগড়াটে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়। তার ফেসবুক পেজে সন্ধ্যা পৌনে ৭টায় এ সংক্রান্ত মন্তব্য করে দুই নেত্রীর ফোনালাপ নিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে জয় বলেন, ‘আমি নিশ্চিত যে আপনাদের অধিকাংশই আমার মা এবং খালেদা জিয়ার মধ্যকার টেলিফোন সংলাপ শুনেছেন। খালেদা জিয়ার ঝগড়াটে এবং কর্কশ ব্যবহার ছাড়াও একটি বিষয় সত্যিই আমাকে থমকে দিয়েছে। তিনি আমার মাকে বলেছেন যে, আমার মা তার নিজেই নিজের উপর নাকি ২১ আগস্ট গ্রেনেড হামালা করিয়েছেন। এইটা সেই একই মিথ্যাচার যা বিএনপি ঠিক হামলার পরপর ছড়িয়ে দিতে চেয়েছিল।’
তিনি বলেন, ‘আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এই হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে কারান্তরীণ রয়েছেন। যেই জঙ্গিদলের নেতা এই হামলা চালিয়েছিল সেই মুফতি হান্নান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন যে, এই হামলার পরিকল্পনা করা হয়েছিল খোদ খালেদাপুত্র তারেকের অফিস হাওয়া ভবনে। আদালত তারেককেও এই মামলায় অভিযুক্ত করেছেন। এতদসত্ত্বেও, খালেদা জিয়া সরাসরি আমার মায়ের সঙ্গে মিথ্যাচার করেছেন! আমি বিরোধী দলের নেত্রীর এই চরিত্র দেখে হতবাক। একজন সম্মানিত ব্যক্তি কিভাবে এই বিশ্রী মিথ্যাচার করতে পারেন?’
জয় আরও বলেন, ‘আমি সুস্পষ্টভাবে বলতে চাই, তার দল এবং তার ছেলে আমার মাকে হত্যা করতে চেষ্টা চালিয়েছিল। এটি আমার জন্যে চরম ব্যক্তিগত আঘাতস্বরূপ। আমার মা-ও দুইবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। খালেদা জিয়ার জীবননাশের এই ধরনের চেষ্টা কখনও হয়নি। তাদের সঙ্গে পার্থক্যটি খুবই স্পষ্ট যে, আমরা খুনি নই। যারা এখনও বলে বেড়ান যে, দুই দলই সমান, এটা তাদের ভণ্ডামি। আমরা কোনোভাবেই এক নই।
উৎসঃ বাংলামেইল২৪
বিষয়: বিবিধ
১০৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন