বেশি সুন্দরী তাই অযোগ্য

লিখেছেন লিখেছেন হতভাগা ১৫ আগস্ট, ২০১৩, ১০:০০:৩৩ রাত



কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার পর শুধু রূপের কারণেই অযোগ্য ঘোষণা করা হয়েছে এক নারীকে। ইরানের একটি সিটি কাউন্সিলে এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ফরাসি অনলাইন নিউজ পোর্টাল ফ্রান্স২৪ এ খবর প্রকাশ করেছে।

ইরানের কোয়াজভিন শহরে কাউন্সিলর নির্বাচনে ১৬৩ জনের মধ্যে নিনা সিয়াকালি মোরাদি নামের ওই নারী ১৪তম হন। তবে তিনি একটু বেশি সুন্দরী হওয়ায় এবং ইসলামি বিধান না মানায় তাকে নিয়োগ দেয়া হয়নি বলে জানানো হয়েছে।

এক কাউন্সিলর নেতা দাবি করেন, ‘আমরা এখানে কোনো ক্যাটওয়াকের মডেল চাইনা।’

সিয়াকালি তার নির্বাচনী প্রচারণায় পোস্টারে মুখ অনাবৃত রেখে হিজাব পরেছেন। ২৭ বছর বয়সী সিয়াকালি তার নির্বাচনী প্রচারণার ব্যানারে লিখেছেন, ‘ভবিষ্যতের তারুণ্যের জন্য এক তরুণ মন।’

ফান্স২৪ তাদের খবরে জানিয়েছে, ইরানে নির্বাচিত হয়েও নিয়োগ না পাওয়া খুবই বিরল ঘটনা। কারণ অযোগ্য প্রার্থীরা প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েন।

ইরানের বিচারক, গোয়েন্দা মন্ত্রণালয়, পুলিশ এবং ন্যাশনাল অর্গানাইজেশন ফর সিভিল রেজিস্ট্রেশন প্রার্থীদের ইতিহাস বিস্তারিত পর্যালোচনার পরই তাদের নিয়োগ দেয়।

উল্লেখ্য, সিয়াকালির ব্যক্তিগত ওয়েবসাইট থেকে জানা গেছে, তিনি স্থাপত্যবিদ্যায় পড়াশুনা করেছেন। তিনি কাজভিন ক্যালিগ্রাফি কাউন্সিলের সদস্য। এছাড়া কুংফুও জানেন সিয়াকালি

উৎসঃ বাংলামেইল২৪

বিষয়: বিবিধ

১০৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File