প্রধানমন্ত্রীর পরিবারকে হত্যার হুমকি

লিখেছেন লিখেছেন হতভাগা ০৪ আগস্ট, ২০১৩, ০৮:২৯:৫১ রাত

মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পরিবারকে হত্যার হুমকি দেয়া হয়েছে। উইলিয়াম গোমেজ নামে এক মানবাধিকার কর্মী তার টুইটারে এই হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর একমাত্র ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রবিবার সন্ধ্যা ৭টা ২৪ মিনিটের দিকে সজীব ওয়াজেদ তার ফেসবুক ফ্যান পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেন।

ইংরেজির সঙ্গে তার বাংলা অনুবাদে তিনি লিখেছেন, ‘নিচের টুইটটি সরাসরি আমাকে পাঠিয়েছে উইলিয়াম গোমেস নামের এক ব্যক্তি। সে নিজেকে একজন মানবাধিকার কর্মী বলে দাবি করে এবং খুব সক্রিয়ভাবেই সে আমাদের সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের মিথ্যা বানোয়াট অভিযোগ ছড়িয়ে থাকে।’

জয় লিখেছেন, ‘আজকে সে আমাকে উদ্দেশ্যে করে একটি টুইট বার্তার মাধ্যমে আমার মা এবং পরিবারকে তেমনভাবে খুন হবার আশা প্রকাশ করেছে যেমনভাবে আমার পরিবারকে ১৯৭৫ সালে হত্যা করা হয়েছিল।’

‘এতে প্রমাণ হয় মানবাধিকারে সে কোনোভাবেই বিশ্বাসী নয়, উপরন্তু আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানোর লক্ষ্যে সে বেশ ধারণ করেছে। সে বাস্তবেই একজন সন্ত্রাসী’ যোগ করেন বঙ্গবন্ধুর দৌহিত্র।

উৎসঃ আরটিএনএন

বিষয়: বিবিধ

১৩২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File