ব্রিটেনে চার্চ স্কুলে মিনি স্কার্ট নিষিদ্ধ
লিখেছেন লিখেছেন হতভাগা ৩০ জুলাই, ২০১৩, ১০:০৬:৫৪ রাত
ব্রিটেনে চার্চ স্কুলে মিনি স্কার্ট নিষিদ্ধ 30 Jul, 2013 যৌন নির্যাতন প্রতিরোধ ও অশোভনীয়তা দূর করতে ইংল্যান্ডের একটি স্কুলে ছাত্রীদের জন্য মিনি স্কার্ট নিষিদ্ধ করেছে স্কুল কর্তৃপক্ষ।
ইংল্যান্ডের ওয়াকউড চার্চ স্কুল সম্প্রতি ছাত্রীদের জন্য মিনি স্কার্ট নিষিদ্ধ করেছে এবং সেপ্টেম্বর মাস থেকে তাদের ট্রাউজার পরে স্কুলে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে ২০১৪ সাল থেকে ছাত্রীদের ব্লাউজ পরার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, স্কুল কর্তৃপক্ষ ছাত্র ছাত্রীদের জন্য একই ধরনের পোশাক চালু করতেই এ নিষেধাজ্ঞা আরোপ।
তবে তাদের এ ঘোষণায় আপত্তি তুলেছেন অনেক অভিভাবক। মাত্র নয় বছর বয়সি মেয়েরাও স্কুলে স্কার্ট পরতে পারবে না। ইতোমধ্যেই ২০ জন অভিভাবক কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন।
এক অভিভাবক টেলিগ্রাফকে বলেন, ‘আমরা ইদানিং বাচ্চাদের ওপর নানা যৌন নিপীড়নের ঘটনা শুনতে পাচ্ছি। তাই বলে নয় বছরের একটা বাচ্চা মেয়ে স্কুলে মিনি স্কার্ট পরতে পারবে না! এটা কিন্তু বাড়াবাড়ি।’
ওই অভিভাবক আরো বলেন, ‘তারা তো কিশোরি না, বাচ্চা মেয়ে। স্কার্ট পরতে না পারার বিষয়টিতে তারা বিস্মিত হবে। তবে টিনএজ মেয়েদের পোশাক-আশাকে আরো সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি।’
এর আগে ব্রিটেনের ৬৩টি স্কুলে স্কার্ট নিষিদ্ধ করা হয়। এসব স্কুলের অধিকাংশই মাধ্যমিক পর্যায়ের।
ওয়াকউড চার্চ স্কুলের প্রধান শিক্ষক ডেভিড ডাউটফায়ার এ প্রসঙ্গে বলেন, স্কুলে ছাত্রীদের মধ্যে শর্ট স্কার্ট পরার প্রবণতা বেড়ে যাওয়ায় তারা এটি নিষিদ্ধ করলেন।
তিনি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘কিছু কিছু বড় ক্লাসের মেয়েরাও ইদানিং মারাত্মক রকম ছোট স্কার্ট পরে স্কুলে আসছিল। এটা সহ্য করাটা সত্যিই খুব কষ্টকর। বিশেষ করে যখন তারা স্কুলের হলরুমের মেঝেতে বসে। এটা মোটেই শোভন দেখায় না।’
তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা বারবার তাদের স্কার্ট বড় করার কথা বলেছি। কিন্তু কে শোনে কার কথা। আমরা এখন ছাত্র-ছাত্রীদের জন্য এক ধরনের পোশাক চালু করতে যাচ্ছি।’ উল্লেখ্য, স্কুলটির বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা ৭শ’ ২৩ জন। এখানকার ছাত্রীদের বয়স নয় থেকে তেরো’র মধ্যে।
উৎসঃ শীর্ষ নিউজ
প্রতিক্রিয়া : এসব কি শুরু হয়েছে মেয়েদের নিয়ে ?
বৃটেন বন্ধ করতেছে , চীনও নাকি শুরু করছে ; ঐদিকে জর্জিয়া আবার আরেক কাঠি সরেস , মেয়েদের কুমারিত্বের পরীক্ষা করছে ! সবাইরে কি কপ্টার শফি রোগে পাইছে না কি ?
এগুলো কি নারী স্বাধীনতার বরখেলাফ নয় ?
এদের চাইতে আমাদের বাংলাদেশ ঢের ভাল । বাংলাদেশই পেরেছে নারীকে তার পূর্ণ স্বাধীনতা দিতে । এদেশের নারীরা আধুনিক । তারা সানি লিওনের মত অত্যাধুনিক নারীর অত্যাধুনিক পোশাক পড়ে , পান্না স্যারের কাছে প্রাইভেট পড়তে যায় - এগুলো একজন নারীর কতটুকু স্বাধীন তার একটা ইনডিকেটর ।
বিষয়: বিবিধ
১২৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন