নারীবাদীরা , তোমরা কেন এমনটা কর ? নিজেরা যে ভন্ড তা প্রমান করার জন্য ?
লিখেছেন লিখেছেন হতভাগা ২১ জুলাই, ২০১৩, ০৮:২২:১৫ রাত
টুডে ব্লগে একজন ব্লগার হলেও আমি আর আগে এসবিতেও ছিলাম ।
আমি সামু ব্লগ ভিজিট করি । সেখানে ব্লগার সংখ্যা বাংলা ভাষায় যত ব্লগ আছে তার মধ্যে সবচেয়ে বেশী ।
টুডে ব্লগেরও বেশ কিছু ব্লগার সামুরও ব্লগার । সামু পড়ি সেখানকার হিট পোস্টগুলোতে খুব কাটাকাটি হয় বলে । ফলে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট বের হয়ে আসে সেই কাটাকাটিতে ।
ইদানিং শফি সাহেবের তেতুঁল তত্ত্ব সেখানে খুব হিট হয়েছে অন্যান্য ব্লগের মতই । ফলে একের পর এক শফির পক্ষে বিপক্ষে পোস্ট আসছে , কমেন্টও হচ্ছে বেশ মজার মজার এবং বেশ দাগ কাটার মতও ।
আমার এই পোস্ট আসলে সেরকমই একটা পোস্টে একজন ব্লগারের কমেন্টকে নিয়ে ।
আমরা যাদেরকে জ্ঞানী, সুশীল বলে জানি তারা আসলে যে কতটা ডাবল স্ট্যান্ডার্ড মাইন্ডের তা ঐ ব্লগারের মন্তব্যে উঠে এসেছে ।
একেই বোধ হয় বলে '' যারে দেখতে নারি , তার চলন বাঁকা ''
* হুমায়ুন আহমেদ যখন নিজের মেয়ের বান্ধবীকে ইয়ের পর বিয়ে করেন তখন তোমরা এটাকে ব্যক্তিগত ব্যপার বলে চুপ থাক!
-- যদি এমন কাজটি সফি সাহেব করতেন তাহলে তোমরা কেমন প্রতিক্রিয়া দেখাতে?
* জাফর ইকবাল যখন নিজ ছাত্রীকে নিয়ে হাই ভলিউমে হিন্দি গান বাজিয়ে নাচানাচি করে তখনও তোমরা চুপ থাক।।
-- যদি এমনটা সফি সাহেব করতেন তাহলে তোমরা কেমন প্রতিক্রিয়া দেখাতে?
* গোলাম মোস্তাফা যখন তার মামির সাথে পালিয়ে বিয়ে করেন তখনও তোমরা ব্যক্তিগত বলে চুপ থাক।।
-- যদি এমনটা সফি সাহেব করতেন তখন তোমরা কেমন প্রতিক্রিয়া দেখাতে?
* গোলাম মোস্তাফার মেয়ে সুবর্ণ মোস্তাফা যখন ছেলের বয়সি সাদকে বিয়ে করে তখনও তোমরা চুপ থাক।।
-- যদি এমনটা সফি সাহেবের মেয়ে করত তখন তোমরা কি প্রতিক্রিয়া দেখাতে?
* আওয়ামিলীগের নেতা আব্দুস সামাত আজাদ যখন ৭৩ বছর বয়সে বিয়ে করে ছিল তখনও তোমরা চুপ ছিলে।।
-- যদি এমনটা সফি সাহেব করতেন তখন তোমরা কেমন প্রতিক্রিয়া দেখাতে?
* হুমায়ুন আজাদ যখন তারা আপন মেয়ের বুক হাত দিতে চেয়ে ইচ্ছে প্রকাশ করে বই লিখে তখনও তোমরা চুপ থাক।।
-- যদি এমনটা (প্রকাশের অযোগ্য) করত তখন তোমরা কি প্রতিক্রিয়া দেখাতে?
* সৈয়দ শমসুল হক যখন তাসলিমা সাথে হোটেলে সেক্স করে এবং পরে তাসলিমা নাসরিন তার "ক" নামক বইয়ে ফাঁস করে দেয়, তখন তোমরা চুপ থাক।।
-- যদি এমনটা (প্রকাশের অযোগ্য) করত তখন তোমরা কি প্রতিক্রিয়া দেখাতে?
* ছেলে-মেয়ে, ভাগ্নে-ভাগ্নিকে যখন খ্রিস্টান ছেলে মেয়ের সাথে বিয়ে দেয়া তখনও তোমরা চুপ থাক।।
-- যদি এমনটা সফি সাহেব করতেন তখন তোমরা কেমন প্রতিক্রিয়া দেখাতে?
* যখন প্রথম আলোর কার্যালয়ে মডেল বিন্দুর সাথে যৌনতায় ধরা পরে তখনও তোমরা চুপ ছিলে।।
-- যদি এমনটা (প্রকাশের অযোগ্য) করত তখন তোমরা কি প্রতিক্রিয়া দেখাতে?
* মুতিয়া চৌধুরী যখন রংপুরের নারীদেরকে রেজিস্ট্রাড পতিতা বলে ছিল তখনও তোমরা চুপ ছিলে।।
-- ডাবিং করা এক মিথ্যা ভিডিও নিয়ে তোমরা সফি সাহেব কে যা ইচ্ছে তাই বলেছিলে!
এই রকম আরো অনেক কাহিনী আছে যা তোমরা ব্যক্তিগত ব্যাপার বলে চালিয়ে দিয়েছ! এবং চুপ করে ছিলে! একই রকম ঘটনা যদি অন্য দিকে ঘটে তখন আর ব্যক্তিগত থাকে না। সেই তোমরাই গেল গেল করে চারিদিকে রব তোল...
তোমরা কেন কর এমনটা??? তোমরা যে ভন্ড তা প্রমান দেওয়ার জন্য?????
সংগ্রহ : জহির উদদীন ( সামু ব্লগ )
বিষয়: বিবিধ
১৪৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন