শফীকে আইনের আওতায় আনা হবে
লিখেছেন লিখেছেন হতভাগা ১৪ জুলাই, ২০১৩, ০৮:৪২:২৮ রাত
ঢাকা: নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় শাহ আহমদ শফীকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
তিনি বলেন, ‘আহমদ শফী একজন বিকৃত মানসিকতার লোক, তাকে আইনের আওতায় আনা হবে।’
রোববার দুপুরে সচিবালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
চুমকি বলেন, ‘আহমদ শফী তার এ বক্তব্যে শুধু নারীদেরই অপমান করেন নি, তিনি পুরুষদেরও অপমান করেছেন। পুরুষকে লালসাময় হিসেবে উপস্থাপন করেছেন। এ বক্তব্যের মাধ্যমে তিনি তার মা, বোন, মেয়েকেও অসম্মান করেছেন।’
তিনি বলেন, ‘এ বক্তব্যের মাধ্যমে আমাদের মাদ্রাসায় শিক্ষার্থীদের কী শিক্ষা দেওয়া হচ্ছে তা স্পষ্ট হয়ে উঠেছে। আমাদের এ বিষয়ে সতর্ক হতে হবে।’
শফী এই কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে ইসলাম ধর্মকেও অবমাননা করেছেন। ইসলাম একমাত্র ধর্ম যে, ধর্ম নারীকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। নারীকে পুরুষের পাশাপাশি লেখাপড়া ও ব্যবসা করার অধিকার দিয়েছে বলে জানান চুমকি।
বিবি খাদিজার উদাহরণ টেনে চুমকি বলেন, ‘তিনি ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। একইভাবে মা আয়েশা যুদ্ধ করেছিলেন তাকেও অপমান করেছেন আহমদ শফী।’
চুমকির অভিযোগ, বাংলাদেশে দুই কোটি নারী বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। এসব নারীকে ঘরে বন্দি করে রেখে বাংলাদেশকে আফগানিস্তান ও পাকিস্তান বানাতে চান শফীরা।
সরকারের একার পক্ষে এই অপপ্রচার ঠেকানো সম্ভব নয় উল্লেখ করে নারী পুরুষ সবাইকে ঐক্যবদ্ধভাবে এদের প্রতিহত করার অহ্বান জানান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এ বিষয়ে সংসদে আলোচনা করেছি। আমি সরকারের প্রতি আহ্বান জানাব তারা যেন জোর পদক্ষেপ নেন।’
বাংলাদেশের সংবিধানে ২৮ এর ৪ ধারায় নারী ও পুরুষকে সমান অধিকার দেওয়া হয়েছে। সংবিধান পরিপন্থি যে কোনো বিষয় আইনের আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি ইউটিউবে ছড়িয়ে পড়া আহমদ এক ভিডিও চিত্রে দেখা যায়, নারীকে তেঁতুলের সঙ্গে তুলনা ছাড়াও বিভিন্ন কুরুচিপুর্ণ বক্তব্য দেন শফী। তার এমন বক্তব্যে সমালোচনার ঝড় ওঠে সব মহলে।
এত দেরিতে কেন এই সংবাদ সম্মেলন এমন প্রশ্নের জবাবে চুমকি বলেন, ‘আগে করলে তারা এর অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করত। এখন তারা নিজেরাই স্বীকার করেছে বিষয়টি। তাই আর নিন্দা জানাতে দ্বিধা নেই।’
সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিষয়: বিবিধ
১৩১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন