জিএসপি সুবিধা বাতিলের জন্য খালেদা জিয়াই দায়ী

লিখেছেন লিখেছেন হতভাগা ২৯ জুন, ২০১৩, ০২:০৭:০৯ দুপুর





বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ওয়াশিংটন টাইমসে লেখা প্রবন্ধের কারণেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল আলম হানিফ।

শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশনে আইইবির জেলা নেতৃবৃন্দের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চার সিটি নির্বাচন নিয়ে খালেদা জিয়ার দেয়া বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ‘প্রায় দুই সপ্তাহ পর সিটি নির্বাচন নিরপেক্ষ হয়নি এমন বক্তব্য দেয়ায় প্রমাণিত হয়েছে গত সাড়ে ৪ বছরে সরকারের বিরুদ্ধে খালেদা জিয়া যেসব অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও অসত্য। কারণ দেশের মানুষ দেখেছে সিটি নির্বাচন উৎসবমুখর পরিবেশে হয়েছে।’

আইইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শামসুর রহমান।

উৎসঃ বাংলামেইল২৪ডটকম

বিষয়: বিবিধ

১২৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File