বিলাসিতা vs ইসলাম

লিখেছেন লিখেছেন হতভাগা ২৬ এপ্রিল, ২০১৩, ১২:০৯:০৮ দুপুর

আগামী কাল হেফাজতের ১৩ দফার প্রতিবাদে নারী সমাবেশ ।

হেফাজতের ১৩ দফা পড়ে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এগুলোর একটাও অযৌক্তিক না । সবগুলোই পালন করা উচিত যদি আমরা নিজেদের মুসলমান বলে দাবী করি।

যেহেতু এদেশের > ৮৫% মুসলমান তাই গনতন্ত্রের সংখ্যাগরিষ্টতার হিসেবেও মুসলমানদের দাবীই থেকে যায় সবার আগে । বাকী<১৫% এর কি হবে এজন্য মায়াকান্না করে নাভ নেই , কারণ ভোটের সময় ঐ ৮৫%ই কিন্তু আসল । আর দেশটা ইসলামী হয়ে গেলেই যে অন্য ধর্মের বারোটা বাজবে তা মোটেই বিশ্বাস যোগ্য নয় , কারণ ইসলাম অন্য ধর্মের লোকদেরকেও তাদের ধর্ম পালনে বাধা দেয় না । যেটা ভারতে হয় ।

আমাদের এই নারীরা যারা আন্দোলন করছে হেফাজতের এই ১৩ দফার বিরুদ্ধে যাদের পক্ষ হয়ে তারা কি নারীদের যথেষ্ট সন্মান দিতে পেরেছে যেটা ইসলাম দিয়েছে ?

এখনও তো আমরা ইসলামে রাষ্ট্র ব্যবস্থায় ঢুকিনি , নারীরা কি বর্তমান মানুষের তৈরি বিভিন্ন তন্ত্র এবং আইনে কি ভাল আছে ? তারা কি কোন সময়ই নাজেহাল হচ্ছে না?

ইসলাম নারীকে চাকরীর অনুমতি দেয় এবং সেটা তার হিজাব মেনে এবং পর্দা করে যতটুকু সম্ভব । এতে ঘরে বাইরে সে যে নাজেহাল হত তা বহুলাংশে কমে যাবে । কমে যাবে মানিক , পরিমল , অরুনদের দৌরাত্ন ।

নারী সমাবেশের নারীরা হেফাজতের এই ন্যায্যদাবীগুলোর বিরুদ্ধে সমাবেশ করে পরোক্ষভাবে নিজেদের মানিকদের ভোগ্যপণ্য হিসেবেই তৈরি করতে চাইছেন ।

যে ইসলাম চাইছে নারীকে মর্যাদা দিয়ে বেহায়াপনা হতে রেহাই দিতে , নারীরাই চাচ্ছে না নিজেদেরকে বেহায়াপনা থেকে সরিয়ে আনতে । নিজেদের ভোগ্য পণ্য হিসেবে উপস্থাপন করতে তাদের প্রতিযোগিতার অত নেই।

কারণ , ইসলাম ধর্ম পরিপূর্ণভাবে পালন করতে গেলে তাদেরকে তো বিলাসিতা ত্যাগ করতে হবে !

বিষয়: বিবিধ

১৮২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File