সালাউদ্দিন কাদের চৌধুরীর যদ্ধাপরাধ মামলার আসন্ন রায় এবং বিএনপির নিরবতা

লিখেছেন লিখেছেন বিনয়ী বালক ১৭ আগস্ট, ২০১৩, ০৯:৩০:৪১ রাত

সালাউদ্দিন কাদের চৌধুরীর যদ্ধাপরাধ মামলার রায় সন্নিকটে। তিন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য। অথচ তার গ্রেফতারের পর দলটি কার্যত তেমন কোন ভুমিকা নেয়নি যাতে সাকার পরিবার কিংবা তার ভক্তরা মনে করতে পারে যে সাকা একজন বিএনপি নেতা।

জামায়াত নেতাদের যুদ্ধাপরাধ মামলা ও তার রায় নিয়েও বিএনপি কোন বিবৃতি দেয় নি।

এখন দেখার বিষয় বিএনপির নিরবতা ভাঙবে কিনা?

সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের পরে বিএনপি কি কর্মসুচী দেয়? জামায়াত তো তাদের নেতাদের জন্য শত শত কর্মীর জীবন, অঙ্গ, জেল, নির্যাতনে ভোগের ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছে।

হরতালের পর হরতাল দিয়েছে। রাজপথ কাপিয়েছে। দল নিষিদ্ধ হওয়ার প্রাক্কালেও কর্মীদের মনোবল চাঙ্গা করে মাঠে নামিয়েছে।

আর বিএনপি?

বিএনপির এক শ্রেনীর নেতা কেবল আন্দোলনের হুমকি দিয়ে আন্দোলন শব্দটাকেই স্বস্তা বানিয়ে ফেলছে।

জামায়াতের যা প্রাপ্য তা তো জামায়াত প্রায় পেয়েই গেছে।

এবার দেখার পালা আন্দোলন বিমুখ বিএনপি কি করতে পারে।

বিষয়: রাজনীতি

১৩৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File