ভীতু কিংবা দ্বীধাগ্রস্ত বিএনপি আন্দোলনে ভয় পায়! আবারও পিছিয়েছে স্থায়ী কমিটির বৈঠক
লিখেছেন লিখেছেন বিনয়ী বালক ১২ আগস্ট, ২০১৩, ১০:২৭:০১ রাত
অতীতে দেখা গেছে বিএনপি একক ভাবে কোন হরতাল দিলে, তা নানা অজুহাতে পিছিয়ে দিতো।
অথবা ঠুনকো কোন কারনে হরতাল কিংবা সমাবেশ, মিছিল কর্মসূচী প্রত্যাহার করে নিতো।
আর হরতাল করলেও তারা কার্যালয়ের গেইট বন্ধ করে ভীতর থেকে উকি ঝুকি মারত।
একটু পরপর সাংবাদিক দের সাথে খোশ গল্প করতো।
ঈদের আগে থেকেই তাদের নেতারা বলে আসছেন তারা কঠোর কর্মসুচী দিবেন। তাই খালেদা জিয়া আগামী ১৪ ও ১৫ আগস্ট বৈঠক ডেকেছিলেন।
কিন্তু আজ হঠাৎ করে এ তারিখ পরিবর্তন করে ১৭ ও ১৮ আগস্ট করা হয়।
তার মানে তাদেরকে নিয়ে যে সন্দেহ ছিলো মানুষের মনে তাই সত্যি হলো। বিএনপি আন্দোলনের কথা বলে জনগনের সাথে তামাশা করছে।
আওয়ামী লীগ সত্যিই বিএনপির মুরুদ জানে। আওয়ামী লীগের দাবী অনুযায়ী হয়তো বিএনপি হাসিনার অধিনেই তত্তাবধায়ক ছাড়া নির্বাচনে যাবে।
আর গাধার মতো এক তরফা আন্দোলন করে নিবন্ধন বাতিল কিংবা দল নিষিদ্ধের ফাদে পরছে জামায়াত।
খালেদা জিয়ার উচিৎ কতগুলো চুড়ি কিনে তার নেতাদেরকে পড়িয়ে দেওয়া।
নিজদলের স্থায়ী কমিটির বৈঠক যে দল পিছিয়ে দেয় ভয়ে, সে দলের প্রতি মানুষের আস্থা থাকতে পারে না।
বিষয়: রাজনীতি
১৬১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন