ভালোবাসার দাবি

লিখেছেন লিখেছেন শুভ্র পারাবত ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:০১:০১ সন্ধ্যা

আপনার প্রাণের প্রিয়তমা স্ত্রী যে আপনার কাছে ভালোবাসার পরম উপমা,স্নিগ্ধ শিশিরের ছুঁয়ে দেওয়া শান্তির পরশমাখা স্পর্শ,যে হৃদয়ের

ভালাবাসার আকাশে উড়া এক শুভ্র পারাবত|যে নরম- কোমল সুচারিত্রিক গুণের এক মোহনীয় দৃষ্টান্ত|নিশ্চয়ই

হয়তো তাকে নিয়ে শত শত ভালোভাসার কাব্য কথার বৃষ্টি তুলেছেন সিক্ত প্রেমের জমিনে|

এখন আসুন দ্বিতীয় কাল্পনিক দৃশ্যে|ধরুন তার(স্ত্রী) বিরুদ্ধে কেউ খুব বাজে কূটকাটব্য করল |নিশ্চয়ই তখন

রাগের আর ঘৃণার অবিরত অগ্নি বৃষ্টি ঝরবে সহস্র সহস্র ধারায় ঐ পাষন্ডের প্রতি বা এর চেয়ে বেশী কিছু|

আসলে আপনার স্ত্রী ভাগ্যবাতী এজন্য যে, আপনি তার ভালোবাসা ও বিশ্বাসের প্রতি মার্যাদা দিতে পেরেছেন আপনার কার্যের মধ্যে|

এখন ধরুন, যে আপনার প্রিয়তমার প্রতি জঘন্য কূটকাটব্য করল তার প্রতি ঘৃণা তো দূরের কথা তার

সাথে আপনি তোষামোদের সম্পর্ক বজায় রাখলেন|তার সাথে এক টেবিলে খেলেন,আড্ডা দিলেন| কোনভাবে সেটা আপনার স্ত্রীও জানলেন|তাহলে নিশ্চয়ই আপনার কপটতা ,শঠতা ,প্রতারণা ,প্রবঞ্চনা আপনার স্ত্রীকে প্রচন্ড কষ্ট দিবে|এমনকি সম্পর্ক বিচ্ছেদ হওয়াও অস্বাভাবিক না|কারণ বন্ধুকে ভালোবাসা আর বন্ধুর শত্রুকে একইভাবে ভালোবাসা চরম সন্দেহজনক এবং এমন কি ভয়ংকর হতে পারে|

এবার যে কথা বলার জন্য আপনাকে খানিক কষ্টসাধ্য কাল্পনিক দৃশ্য অবলোকন করার কথা বললাম সে কথা বলি,প্রিয় ভাই আমার রাসূল সা.নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসা যেমন ঈমানের দাবি তেমনি তাঁর প্রতি বিদ্ধেষ পোষণকারীর বিরুদ্ধে চরম শত্রুতা পোষণ করা ঈমানের দাবি|রাসূল সা. উম্মত দাবি করে কেউ যদি কাফির মুরতাদের সাথে প্রতিবাদ করে সে কি আল্লাহর চোখে তেমন হবে না?শত্রুর সাথে অন্যায়ের প্রতিবাদ করে রাসুল সা. ভালোবাসার দাবি করে কি চরম মোনাফিকী ও শষ্ঠতা করছি না?আমরা তো আবূ বকর রা., উমর রা., খালিদ বিন ওয়ালিদ রা., এর বংশদর অন্যায়ের প্রতিবাদ জগৎ এআমাদের চেয়ে কেউ করে নি|সুতরাং অন্যায়ের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করতে তো আমাদের রক্তে মিশে আছে|আ(র আমাদের তো তাঁকেই অনুসরণের মাধ্যমে পৃথিবীর সমস্ত অন্যায় অবিচারের প্রতিবাদকারী হতে পারি|

বিষয়: সাহিত্য

১১০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File