আলজাজিরা ও বি বি সির মিথ্যা তথ্য

লিখেছেন লিখেছেন ইসলামের বাংলাদেশ ০৩ মার্চ, ২০১৩, ০১:১২:৩০ দুপুর

জামায়াত ও বিএনপির যৌথভাবে ডাকা তিন দিনের টানা হরতাল ‍শুরু হয়েছে রোববার।

না এটা মিথ্যা তথ্য।

প্রথম দুই দিনের হরতাল জামাত শিবিরের। খেলা এককভাবে জামাত শিবিরের দখলে চলে যাচ্ছে দেখে বি এন পি মাঠে এসে হাজির হয়েছে। আন্দোলন কি জিনিস সেটা প্রথম দিনেই টের পেয়েছে বি এন পি। তারা বিশ্বাস করে জামায়াতের যাদের কে ধরা হয়েছে তারা অপরাধী। কারন তারা সব সময় বলেছে তারা বিচার চায়। বিচার কার চায়। অপরাধীর বিচার চায়। তবে স্বচ্ছ বিচার চায় ! অর্থ্যাত আওয়ামীলিগ এবং বি এন পি উভয়ে জনগন কে বোকা মনে করে। তবে জনগনের সিংহভাগ বোকা। এ ব্যাপারে কোন সন্দেহ নাই। তবে সব মানুষ বোকা নয়। আর জামায়াতের সমস্যা হচ্ছে তারাও তাদের এই ত্যাগের ফসল ঘরে তুলতে পারবে না। সব সময় তাদের ত্যাগ চিনতাই হয়ে যায়। আরো অনেক কিছু__________

বিষয়: বিবিধ

১৪৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File