হয়তো আমার লেখাটি মুছে দেওয়া হবে।
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৯ মার্চ, ২০১৩, ০৭:৫৯:৪৪ সন্ধ্যা
অনেক দিন নেট ও ব্লগের বাইরে ছিলাম। তাই কিছুই লিখি নি।তবে আমার বড় ভাইয়ের বদৌলতে চোখ রেখে ছিলাম দৈনি আমার দেশের পাতায়। দেশের বর্তমান পরিস্থিতিতে যে জনমনে শঙ্কা বেড়েই চলছে তা আর বলার অপেক্ষা রাখে না। সরকার ব্লগ আর ফেস বুকে তাদের সমালোচনা বন্ধ করার জন্য পদক্ষেপ নিচ্ছে। তারা খড়গ হসবত হচ্ছে দৈনিক আমার দেশ কর্তৃপক্ষের বিরুদ্ধে। কারণ এই একটি মাত্র পত্রিকার সাথেই সরকার কিছুতেই পেরে উঠছে না। স্কাই পি কেলেঙ্কারী থেকে শুরু করে হালের ব্লগারদের ইসলাম বিরোধী কর্মকান্ডকে যে ভাবে জনসম্মুখে পত্রিকাটি তুলে ধরছে তাতে করে ইসলাম প্রিয় মানুষ গুলো সবাই একে এক আওয়ামী বাকশালীদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সরকার শাহবাগে নাটক সাজিয়ে ধরা খেয়ে এখন ধর্মপ্রাণ মানুষদের শায়েস্তা করার জন্য উঠেপড়ে লেগেছে। পুলিশ দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেও যখন বিরোধী দলের আন্দোলনকে দমানো গেলনা তখন সরকার জনগণের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করার ফন্দি আটছে। এসবই প্রমাণ করে সরকারের পায়ের তলায় মাটি নেই। তা ছাড়া সাম্প্রতিক ঢাকা ও রাজশাহী বারের নির্বাচনে সরকারপন্থীদের শোচনীয় পরাজয় তাদের মাথা আরও খারাপ করে দিয়েছে। তাদের নীতিনির্ধারকরা এখন আবোল তাবোল বকছেন। সাধারণ মানুষ এখন আর তাদের কথায় কর্ণপাত করছেনা। অর্থনীতির বর্তমান হাল চাল কোন ক্রমেই সরকারের জন্য সুখকর নয়। তারা কেবল মেতে আছে যুদ্ধাপরাধের ভাঙা রেকর্ড বাজাতে।সচেতন দেশবাসী এখন আর সরকারের এসব মাতামাতিতে কান দিচ্ছে না। দেশের আসন্ন সঙ্কট নিয়ে এখন তারা সত্যিই শঙ্কিত।সেই সাথে শঙ্কিত আমিও। কী হতে যাচ্ছে সামনের দিন গুলোতে? সরকার কী জনগণের বিরুদ্ধেই তাদের চরম ফ্যাসিবাদী বর্বরতা চালিয়ে যাবে? নাকি পরিস্থিতির গভীরতা অনুধাবন করে সমাধান মূলক ব্যবস্থা গ্রহণ করবে? সরকারের শুভবুদ্ধির উদয় হোক, এই কামনা করা ছাড়া এই মুহুর্তে আমার আর কিছু করার নেই।
বিষয়: বিবিধ
১০২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন