গুরুত্বপূর্ণ সত্য ফাস করলেন সিনহা!!!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৫ অক্টোবর, ২০১৮, ১০:৩৬:৫৫ সকাল

আ.লীগে থাকলে সবঠিক, বিপক্ষে গেলেই শত্রু: সিনহা

বর্তমান সরকার চোর-ডাকাত-দুর্নীতিবাজদের সুবিধা দেয় বলে অভিযোগ করে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, ‘বর্তমান সরকার জনগণের স্বার্থে কোন কাজ করে না। তারা চাটুকারবেষ্টিত। চোর-ডাকাতদের সুবিধা দেয়। নিজ দলে (আ.লীগ) থাকলে সবঠিক, বিপক্ষে গেলেই শত্রু।’

স্থানীয় সময় গত রবিবার বিশ্বখ্যাত হার্ভার্ডের হিলেল ব্যারেন অডিটরিয়ামে নিজের লেখা ‘এ ব্রোকেন ড্রিম’ গ্রন্থের ওপর এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

আলোচিত এই সাবেক প্রধান বিচারপতি দাবি করে বলেন, ‘কারো দয়া বা সহযোগিতায় প্রধান বিচারপতি হইনি। কিংবা অন্য কোন কারণেও এ পদে অধিষ্ঠিত করা হয়নি। নিজ গুণেই হয়েছিলাম।’

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনাকারী সাবেক এই বিচারপতি বলেন, ‘জনগণের কল্যাণে আমার অনেক সুপারিশ ছিল। কিন্তু সরকার তা গ্রহণ করেনি। এমনকি সরকারের ওপর মহল থেকে আমাকে চাপ দেয়া হতো ক্রিমিনালদের ছেড়ে দিতে। এভাবেই বাংলাদেশে বিচারের নামে মকারি চলছে।’

এস কে সিনহা বঙ্গভবনকে ‘ব্যাংক ভবন’ হিসেবে অভিহিত করে বলেন, ‘বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেত মহিউদ্দিন খান আলমগীরকেও ফারমার্স ব্যাংকের লুটপাটের দায় থেকে অব্যাহতি প্রদানের জন্য চাপ দেয়া হয়েছিল।

সামনের জাতীয় নির্বাচনে বিদেশি কোন শক্তি যাতে বর্তমান সরকারকে সহযোগিতা না করে সে আহ্বানও জানান এস কে সিনহা।

ব্রেকিংনিউজ

বিষয়: বিবিধ

৭৮৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386054
২৫ অক্টোবর ২০১৮ সন্ধ্যা ০৭:০৪
শেখের পোলা লিখেছেন : সুবিধা যখন পেতেন তখন বিবেক বন্ধক দিয়েছিলেন। প্রতিবাদ করে পদ ছেড়ে দেননি, বরং কিছু নিরীহ মানুষকে ফাঁসী দিয়েছেন। বহিষ্কারের পর নৈতিকতা জেগে উঠেছে। ধিক এদের।
386055
২৫ অক্টোবর ২০১৮ রাত ১১:৩৫
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : "জামায়াতে ইসলামী থেমে যাওয়ার দল নয়, দমে যাওয়ার দল নয়। জামায়াতে ইসলামী তার আদর্শ বাস্তবায়তে আপোষহীনভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।"
সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান
386062
২৬ অক্টোবর ২০১৮ বিকাল ০৪:৪৫
হতভাগা লিখেছেন : উনাকে না সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল ! সেখান থেকে আমেরিকাতে গেলেন কি করে?

দেশের মানুষের জন্য যদি ভালই চাইতেন তাহলে দেশে চলে আসনে না কেন?

মোদ্দা কথা হচ্ছে - আওয়ামী সরকারকে বিচারের মাধ্যমে সুবিধা পাইয়ে দিয়ে উনি যে গেইন করেছেন তারই ধারাবাহিকতায় এখন উনি সিঙ্গাপুর , আমেরিকা ঘুরে বেড়াচ্ছেন। আরও বেড়াবেন। শুধু মাত্র তাকে কিছু নাটকের অংশ করে যেতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File