হায়েনা লীগের কাছে অসহায় বিচার বিভাগ!!!
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২১ নভেম্বর, ২০১৭, ০৮:২৩:১০ সকাল
স্বাধীনতা লাভের পর কথিত জাতির জনক, কথিত স্বাধীনতার মহান নেতা নিজের আর দলের ক্ষমতা পাকা পোক্ত করে দেশের সব মানুষকে তাদের গোলাম বানানোর জন্য নগ্ন হস্তে বিচার বিভাগের উপর আঘাত হানে। বিচার বিভাগের কোন রায় তাদের হায়েনা বৃত্তির বিরুদ্ধে গেলেই তাদের মাথায় খুন চাপে। তারা দিগ্বিদিক জ্ঞান হারিয়ে উন্মুক্ত হায়েনার মতো হুঙ্কার করতে থাকে। তারা আদালতের বিরুদ্ধে লাঠি মিছিল করে, তাদের পালিত পোষা কুত্তাগুলো আদালতের দরজায় লাথি মারে। এসব তারা করে কথিত মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নাম করেই। ঠিক এই কারণেই কথিত মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আমার বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই। ওটাকে আমি হায়েনাদের নিষ্ঠুরতা জ্ঞানে সতর্কতার সাথেই এড়িয়ে চলি।
বিচারপতি সিনহাকে লাথি মেরে সরিয়ে দিয়ে এখন প্রধান বিচারপতি কাকে করবে সেই চিন্তায় শঙ্কিত হায়েনাদের নীতিনির্ধারকরা। নিয়মানুযায়ী বিচারপতি ওহাব মিয়া প্রধান বিচারপতি হওয়ার কথা। কিন্ত ভোট ডাকাতির দূরভিসন্ধি নিয়ে কথিত সংবিধানের দোহাই দিতে তাদের যতটা ততপরতা দেখা যায় এ ক্ষেত্রে বিচার বিভাগ এর প্রধান বিচারপতি পদটির দীর্ঘদিন শূণ্য হয়ে থাকলেও তাদের বিন্দুমাত্র গরজ নেই। কারণ কৌশলে সময় ক্ষেপণ করে তাদের ইচ্ছা বাস্তবায়ন করতেই তারা বেশি আগ্রহী।
যতই অপচেষ্টা করুক দেশের অধিকাংশ বিবেকবান মানুষ জেনে গেছে অবৈধ সরকারের বিনা প্রতিদ্বন্দ্বীতার নির্বাচিত ১৫৩ জন সংসদ সদস্য বিদ্যমান সংবিধানের আলোকে অবৈধ। বিচারপতি নামের কলঙ্ক খাইরুল কিংবা শামসুদ্দিন মানিক ছাড়া কেউই এই সরকারের অপকর্মকে বৈধতা দেবেনা। তাই ওরা এখন নানা ভাবে বিচার বিভাগকে ধ্বংসের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিচারপতিদের দৌড়ানি দিয়ে হায়েনারা দেশের মানুষকে চিরতরে গোলামীর শিকলে বন্দী করতে ততপর। একদিকে ভারতের জাতীয় পতাকার নকশা করা শাড়ি পরে সমাবেশ করা, অন্যদিকে দেশের সব কর্তৃত্ব ভারতের কবজায়. তুলে দেওয়ার মাঝে আর যাই থাকুক, দেশ প্রেম যে থাকেনা এটুকু বোঝার মতো জ্ঞান আমাদের আছে। তাই আওয়ামী লীগকে আমি কোনদিনই স্বাধীনতার বা মানবতার পক্ষের শক্তি মনে করিনা। ওরা যে হায়েনা তার হাজারো প্রমাণ আমার কাছে আছে।
বিষয়: বিবিধ
৬০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন