গোলামীর জিঞ্জির
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১৭ মার্চ, ২০১৭, ০৮:১১:৩২ সকাল
গোলামীর মহা জিঞ্জির ফের ললাটে এসেছে ফিরে ,
সব স্বাধীনতা কেড়ে নিয়ে আজ মৃত্যু ঘিরেছে ধীরে।
লড়াই করব? ঐক্যের রশি সেও আজ শতছিন্ন ,
বাকশাল পদে নত হয়ে বাঁচা ,গতি নেই আর ভিন্ন।
পুঁজিবাদী সব ক্ষমতালোভী পরাশক্তির দাস ,
নিজের ক্ষমতা পাকা করতেই পাবলিকে দেয় বাঁশ।
মুসলমানের দিন কাটে দুখে ,বুকে চেপে হিমালয় ,
সত্যবাদীরা মাথা কুটে মরে ,পতিতারা পায় জয়।
ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সবাই রক্ত চোখে ,
নানা বাহানায় ,ছলনা সাজিয়ে ইসলাম জ্যোতি রোখে।
মুসলমানের এত অপমান , তবুও ফেরেনা হুশ ,
গোলামী জীবন মেনে নিয়ে পিয়ে আধুনিকতার জুস।
বখতিয়ারের তলোয়ারে আজ মরিচা জমেছে বেশ ,
পীরের মাজারে গাঁজা আর ভাঙ্গে ঈমান করেছে শেষ |
লেবাসী পীরের মিছিল তো বাড়ে ,ঈমানের তেজ নেই ,
জলসায় লোকে লোকারণ্য ,দাসত্ব যেই সেই।
কুরআনের বাণী নিশ্চিত জানি ,একতার রশি চাই ,
গোলামীর এই শিকল ভাংতে বিকল্প কিছু নাই।
বিষয়: সাহিত্য
৯০৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক্সচেললেনট
মন্তব্য করতে লগইন করুন