রক্তের হোলি খেলা চারদিকে আজ
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১৯ মার্চ, ২০১৩, ০৯:১৭:৩৯ রাত
কারো আছে মাথাতেই, কারো নেই তাজ,
রক্তের হোলি খেলা তাই চলে আজ।
কেউ চায় ক্ষমতাটা চিরদিন থাক,
কেউ তাতে বাসবেই আপনার ভাগ।
দেশ নিয়ে কাড়াকাড়ি খুন হররোজ,
দিন-রাত ফুরোলেই খুনে হয় ভোজ।
বেঁচে থাকি কোন মতে দুরুদুরু বুকে,
কখন যে মৃত্যুটা দাঁড়ায় সমুখে।
রাজনীতি নীতিহীন শক্তির খেল,
খুনে ভাসে রাজপথ,নাকে দেয় তেল।
কানে দিয়ে তুলো আর চোখ দুটো বুজে,
শাসকেরা গান গায় ,সাধারণ যুঝে।
বিষয়: সাহিত্য
১২০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন