হবিগঞ্জের তিনটি মসজিদে আগুন! দায়ি করা হচ্ছে পাগলকে! !!
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৭ নভেম্বর, ২০১৬, ০৮:৩৭:৫৭ রাত
আমরা বার বার দেখেছি হিন্দু বা অন্য ধর্মের. উপাসনালয়ে হামলা হলেই এদেশের তথাকথিত ধর্ম নিরপেক্ষ গোষ্ঠী সেসব হামলাকে জঙ্গীদের তথা বিএনপি জামায়াতের কাজ বলে চিল্লাচিল্লি শুরু করে দেয়। শুরু হয়ে যায় বিএনপি জামায়াতের উপর মামলা আর হামলার সুনামী। তো এখন যে হবিগঞ্জের তিন তিনটি মসজিদে আগুন দেওয়া হল আর তাতে অন্যান্য সামগ্রীর সাথে পুড়ে ছাই হল ৫০টি কুরান শরীফ | এই ঘটনার জন্য সেখানকার পুলিশ প্রধান একজন পাগলকে দায়ি করল কেন? একজন পাগল কেবল বেছে বেছে মসজিদেই আগুন লাগাবে কেন? তাও আবার পর পর তিন তিনটি মসজিদে একই দিনে। আসলে শয়তান পন্থী মিডিয়ার কারণে এদেশে কোন ঘটনারই আসল কারণ জানা যায়না। এদেশে তো এখন শয়তানদের রাণীর দখলে। ইবলিশের চেয়েও কঠিন চালবাজি দিয়ে সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে | তথাকথিত মুক্তমনা মিডিয়া সব সময়ই সত্যকে আড়াল করে মিথ্যা রামায়ণ রচনা করে যাচ্ছে |
বিষয়: বিবিধ
১১৮৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://www.facebd.net/blog/blogdetail/detail/7622/estiak/80268#.WDsIA-lxUwg
জুতা মারো তালে তালে
মন্তব্য করতে লগইন করুন