অহিংসার কথা নাকি ধোকাবকজি!!!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০১ নভেম্বর, ২০১৬, ১২:২৩:৫৮ দুপুর

১) মুসলমানদের ধর্মীয় অনূভূতি কি এতই ঠুনকো, কাবা ঘরের ছবির উপর শিবের ছবি দিলেই তা নষ্ট হয়ে যাবে ??

২) আল্লাহ কি কাগজের মধ্যে থাকে, যে আল্লাহ লেখা কাগজ পা দিয়ে মাড়ালেই আল্লাহ কষ্ট পাবে ??

৩) আমাদের নবী তো সবাইকে ক্ষমা করেছেন, এখন যারা আমাদের নবীকে গালি দিচ্ছে, আসুন আমরাও তাদেরকে ক্ষমা করে দেই।

যারা এ কথাগুলো প্রচার করে, তারা কি কখন নিচের কথাগুলো প্রচার করেছে ? দেখুন তো---

১) মাটির মূর্তির মধ্যে কি ভগবান থাকে, যে মাটির মূর্তি ভাংলেই ভগবান কষ্ট পাবে ?

২) গরুর মাংশের মধ্যে কি হিন্দু ধর্ম লুকিয়ে আছে, গরু খেলে হিন্দু ধর্ম চলে যাবে ?

৩) ক্ষমাই পরম ধর্ম। তাই যারা আমার দলকে, আমাকে কিংবা আমার বাবাকে গালি দিচ্ছে আমি তাদের ক্ষমা করে দিলাম।

দেখবেন যারা উপরের কথাগুলো বলে, তারা কিন্তু কখনই নিচের কথাগুলো বলে না। বরং মূর্তি ভাঙ্গলে, গরু খেলে কিংবা কেউ নিজ বাবাকে গালি দিলে ১৪ বছরের জেল রেখে বিধান করে, মামলা মোকাদ্দমা করে।

কি বুঝবেন ???

এদের অসাম্প্রদায়িকতার মুখোশটাই হচ্ছে ধোকাবাজি ও একপেশে।

বিষয়: বিবিধ

১০৯৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379339
০১ নভেম্বর ২০১৬ বিকাল ০৫:০৪
রক্তলাল লিখেছেন : তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেনো।
০২ নভেম্বর ২০১৬ বিকাল ০৫:৪১
314114
শফিউর রহমান লিখেছেন : সকল থিওরী সকল জায়গায় প্রযোজ্য হয় কি?
০৮ নভেম্বর ২০১৬ রাত ১০:৩২
314263
চেতনাবিলাস লিখেছেন : ভালোই বলেছেন জনাব | অনেক ধন্যবাদ আপনাকে |
379340
০১ নভেম্বর ২০১৬ বিকাল ০৫:০৭
স্বপন২ লিখেছেন :
ভালো লাগলো
০৮ নভেম্বর ২০১৬ রাত ১০:৩৩
314264
চেতনাবিলাস লিখেছেন : আপনার ভালোলাগা জেনে আমিও খুশি | ধন্যবাদ |
379393
০২ নভেম্বর ২০১৬ বিকাল ০৫:৪১
শফিউর রহমান লিখেছেন : যথার্থ।
কিন্তু সবচাইতে বড় কথা হলো, মুসলমানরাই মুসলমানদের সত্রু হয়ে বসেছে আজ। আর ধর্ম যার যার, উৎসব সবার -এর আসল উদ্দেশ্যই হলো সেটা।
এখানেও একপেশে। ধুতি পরে তাদের মন্ডপে যাওয়া বাহাদুরী। কিন্তু ঈদুল আযহায় গরুর কান ধরে কুরবানীর স্থলে কোন্ হিন্দুটা আজ পর্যন্ত নিয়ে এসেছে বা আসতে উৎসাহ যুগিয়েছে?
০৮ নভেম্বর ২০১৬ রাত ১০:৩৪
314265
চেতনাবিলাস লিখেছেন : চমৎকার মন্তব্য! অনেক অনেক ধন্যবাদ আপনাকে |
০৮ নভেম্বর ২০১৬ রাত ১০:৩৪
314266
চেতনাবিলাস লিখেছেন : চমৎকার মন্তব্য! অনেক অনেক ধন্যবাদ আপনাকে |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File