স্বপ্নের পথ চলা

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ৩০ অক্টোবর, ২০১৬, ০৫:১০:০৪ বিকাল

মনে মনে তপোবনে কতনা স্বপ্নের বীজ বুনেছি ,

জীবনের ফুল নেব এ আশায় কত দিন গুণেছি।

ধৈর্যের বাঁধ ভাঙ্গে ,গোধুলির রেশ দেয় দেখা ,

পিছু পানে চেয়ে দেখি .পড়ে আছি আমি শুধু একা।

এমন স্বপ্ন নিয়ে জানিনাতো আর কত চলব?

কবে আর প্রাণ ভরে আমার এ মনের কথা বলব?

সময় তো বয়ে যায় যেন এক খরস্রোতা নদী ,

সূদুরের পানে চাই কোন তীর খুঁজে পাই যদি।

বিষয়: বিবিধ

৮৩৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379275
৩০ অক্টোবর ২০১৬ বিকাল ০৫:৪৩
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো / ধন্যবাদ /

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File