আপন বড় ভাইকে হত্যা করে ৭১ এর বীরত্বকে স্মরণ করিয়ে দিল আওয়ামী লীগ নেতা
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:২০:৩৩ রাত
তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আওয়ামী লীগের এক নেতার হাতে খুন হয়েছেন তার আপন বড় ভাই।
গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে এঘটনা ঘটে।
নিহত বড় ভাইয়ের নাম ইদ্রিস মিয়া (৬০)। আর ছোট ভাইয়ের নাম নবীন মিয়া। সে ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তারা চান্দপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফদার জানান, দুপুর সোয়া ১২টার দিকে ডিশ অ্যান্টেনার তারে কাপড় শুকানোকে কেন্দ্র করে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে নবীন মাছ মারার ফলা দিয়ে ইদ্রিসের গলার নিচে আঘাত করেন। এতে গুরুতর আহত হন ইদ্রিস।
পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনার পর থেকেই ঘাতক নবীন মিয়া পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
উৎসঃ jugantor
বিষয়: বিবিধ
৮৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন