এ দেশে নির্লজ্জ আসলে কারা??
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৪৪:৩৮ সন্ধ্যা
একদিকে র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, "যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করেন না তারা দেশত্যাগ করতে পারেন। আপনাদের ছাড়া আমরা ভালোই থাকবো। নির্লজ্জ-বেহায়া লোকদের আমাদের দরকার নেই"। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবগঠিত ইউনিট ‘কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) এর ভবন নির্মানের জন্য ইসলামী ব্যাংক থেকে অনুদানের চেক গ্রহন করেছেন ইউনিটের প্রধান ও অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। নির্লজ্জ-বেহায়া লোক আসলে কারা? প্রজাতন্ত্রের একটি বিশেষায়িত বাহিনীর প্রধান রাজনৈতিক দলের মুখপাত্রের মত মুক্তিযুদ্ধ নিয়ে সমালোচনাকারীদের নির্লজ্জ-বেহায়া বলছেন প্রকাশ্যে, কিন্তু নির্লজ্জ-বেহায়ার মত মীর কাসেম এর প্রতিষ্ঠান থেকে পুলিশের একটি বিশেষ ইউনিট অনুদান নিচ্ছেন। নয়াদিগন্ত পত্রিকা বা দিগন্ত টিভি'র মত ইসলামী ব্যাংকও মীর কাসেম ও তার মত রাজাকারদের প্রতিষ্ঠান। চেতনার সংঙ্গা আসলে কি? কেউ নৈতিকতার সওদা করছে ৫ হাজার টাকায় এবং কেউ করতেছে ৫০ লক্ষ টাকায়।
বিষয়: বিবিধ
৯৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ বেনজির নজিরবিহীন উচিত কথাই বলেছেন
মন্তব্য করতে লগইন করুন