ধন্যবাদ টুডে ব্লগের মহান (?)ব্লগার হতভাগাকে

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০৫ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:৩০:১৬ দুপুর

মোবাইল সেটের সমস্যার কারণে বেশ কয়েকদিন টুডে ব্লগে কোন লেখা লিখতে বা কমেন্ট করতে পারিনি | ব্লগে তাই লগইন করাও. হয়নি। কিন্তু মোবাইল সেটের সমস্যার সমাধান হওয়ায় গতরাতে একবার ঢোকার সুযোগ হল। ব্লগে লগইন করে বেশ অবাক হলাম। আমার অনেক গুলো লেখায় একনাগাড়ে ১৭টি নতুন কমেন্ট করেছেন টুডে ব্লগের একজন খ্যাতিমান ও মহান(?) ব্লগার ' হতভাগা। তাকে আমার আন্তরিক মোবারবাদ সমেত ধন্যবাদ জানাচ্ছি | ঐ কমেন্ট গুলোতে তিনি দুটো জিনিস আমাকে গিফট করেছেন || আর সেই মহামূল্যবান দুটি জিনিস হল পাকিস্তানের ভিসা আর বিমান টিকেট | আমার বলতে দ্বিধা নেই যে আমার জন্ম পাকিস্তান নামক রাষ্ট্রেই। কারণ আমি যখন জন্মগ্রহণ করি তখন স্বাধীন বাংলাদেশের জন্মই হয়নি। এখন যদি আমি সত্যিকারের অতি আবেগপ্রবণ দেশপ্রেমিক হয়ে থাকি তাহলে পাকিস্তানের প্রতি দেশপ্রেম পোষণ করা আমার নৈতিক দায়িত্ব | আর আমি এই জনপদের ইতিহাস থেকে জানতে পেরেছি আজকের বাংলাদেশ ভূখণ্ডে জন্মগ্রহণকারী অধিকাংশ বিখ্যাত রাজনীতিবিদ যেমন মাওলানা ভাষানী , শেরে বাংলা এমন কী শেখমুজিব পর্যন্ত একসময় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হয়েছিলেন | হয়তো সময়ের পরিক্রমায় একদিন তারা পাকিস্তানের বিরুদ্ধে গেছেন। আমি এটাও জানি মাওলানা ভাষানী মুক্তিযুদ্ধের পক্ষে অনেক কাজ করলেও স্বাধীনতার পর সময়ের প্রয়োজনে তিনি শেখ মুজিবর অপশানের বিরোধিতা করে জাতির পিতা কর্তৃক নির্যাতনের শিকার হয়েছেন |

কাজেই অতি আবেগের বশে আজ যা আপাত দৃষ্টিতে যা সত্য বলে মনে হয় সেটাই যে চির সত্য তার গ্যারান্টি কী?

আমি বাল্মীকি রচিত রামায়নী রূপ কাহিনীতে বিশ্বাসী নই। কথিত স্বাধীনতার পক্ষের শক্তির হাজারো অপকর্ম আমার চোখের সামনে ঘটতে দেখছি। এসব তো মিথ্যা নয়। আর যারা জামায়াত কিংবা শিবির করে তাদেরকে তো চুরি , ডাকাতি , জেনা্‍ ,ব্যভিচার , সুদ ,ঘুস ইত্যাদি অপকর্মে লিপ্ত হতে দেখিনা। তাহলে কেবল মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থনের জন্যই তারা অপরাধী হয়ে গেল?

আমি এই ধারনায় মোটেও বিশ্বাসী নই।

বিষয়: বিবিধ

১১৬৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377182
০৫ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৪:৪৩
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সত্য কথা আজ চেতনাব্যবসায়ীদের কাছে অচল।
০৫ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:০৯
312663
চেতনাবিলাস লিখেছেন : সুন্দর বলেছেন ভাই।অনেক ধন্যবাদ
আপনাকে।
377185
০৫ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:২৯
সাম্য বাদী লিখেছেন : দেশটা তাদের বাবার সম্পত্তি তো যখন যাকে ইচ্ছা তাকেই দেশ ছাড়া করবে।
০৬ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৫:৫১
312677
চেতনাবিলাস লিখেছেন : সুন্দর বলেছেন জনাব | অনেক অনেক ধন্যবাদ আপনাকে |
০৬ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৫:৫৮
312679
চেতনাবিলাস লিখেছেন : সুন্দর বলেছেন জনাব | অনেক অনেক ধন্যবাদ আপনাকে |
377198
০৬ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৪:২৯
কাহাফ লিখেছেন : অপকর্মই যদি কথিত চেতনার মাপকাঠি হয় তাহলে নিশ্চিত ভাবেই আমিও চেতনা বিরোধী!
০৬ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৫:৫৮
312678
চেতনাবিলাস লিখেছেন : বাংলার মানুষের বোকামীর সুযোগে নিয়ে ওরা অপকর্ম দিয়েই সবকিছু জয় করে নিয়েছে | ওদের প্রতিরোধ করতে কতযে রক্ত ঝরবে তা আল্লাহই ভালো জানেন | সুন্দর কমেন্ট এর জন্য আপনাকে ধন্যবাদ |
377211
০৬ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:২৪
হতভাগা লিখেছেন : আপনাদের জন্য মায়া হয় । পাকিস্তানে গেলে তারা তো আপনাদেরকে বিশাল বিশাল খেতাবে ভূষিত করবে , যেমনটা ভূষিত করেছে মতিয়ুরকে ।

কেন বাংলাদেশে পড়ে থেকে মার খাবেন ?
০৭ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৬:০১
312718
চেতনাবিলাস লিখেছেন : আপনার বদান্যতায় মনে হয় পাকিস্তানেই আছি।সুন্দর (?) পরামর্শের জন্য ধন্যবাদ |Good Luck
377285
০৭ সেপ্টেম্বর ২০১৬ রাত ১২:১১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দেশটা তাদের বাবার সম্পত্তি তো যখন যাকে ইচ্ছা তাকেই দেশ ছাড়া করবে

ব্যাচারা হতভাগা নামের আলোকেই বিভিন্ন সময় মন্তব্য করেন তাতে দুখ পাবার কি আছে
০৭ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৬:০৫
312719
চেতনাবিলাস লিখেছেন : পবিত্র কুরআনের সুম্মুন বুকমুন কথার অর্থ এই হতভাগারা বেশ বুঝিয়ে দিচ্ছে |
আমার পোস্টে আপনার মূল্যবান পদধুলি দিয়ে ধন্য করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
০৭ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৯:৩৩
312725
হতভাগা লিখেছেন : সুম্মুন বুকমুন - আপনারা , কারণ নিরীহ মুসলমান মারাকে আপনারা ইসলামের সাথে মিলিয়ে ফেলেন । আর শয়তান আপনাদের কাজটাকে আপনাদের চোখে শোভন করে তুলেছে।
377433
১১ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:৪৬
সন্ধাতারা লিখেছেন : Salam. Plz simply just ignore though I can realise your pain. Jajakallahu khair.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File