বিডি টুডে কর্তৃপক্ষ সমীপে

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২১ আগস্ট, ২০১৬, ০৭:৫১:২৫ সন্ধ্যা

সবিনয় নিবেদন এই যে দীর্ঘ প্রায় পাঁচ বছর যাবত আমার মতো হতভাগা এই অধম আপনাদের ব্লগে লেখালেখি করে আর আপনাদেরই সনামধন্য অন লাইন নিউজ পোর্টাল পড়ে নিজের মনের ক্ষুধা মিটিয়ে আসছি। আগে একটি ডেস্কটপ ছিল। গত প্রায় তিন বছর যাবত এই অভাগার ডেস্কটপ খানা বাতিল হয়ে গেছে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য হওয়ায় আর একটি পিসি এখনও পর্যন্ত সংগ্রহের সামর্থ অর্জন করে উঠতে পারিনি | সামনে Symphony w32 এর মাধ্যমেই দীর্ঘ তিনটি বছর যাবত আপনাদের সাথে পথ চলছি। প্রতিদিন কয়েকবার আপনাদের সাইটের খবর পড়তে না পারলে আমার পেটের ভাত সহজে হজম হয়না | কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় গত বেশ কদিন যাবত আপনাদের খবরের সাইটে প্রবেশ করলেই এক অসভ্য স্বল্পবসcনা বিদেশী মহিলার ছবি সামনে এসে মূল খবরকে আড়াল করে রাখে এমনকি address bar এ news -bd.net এই ঠিকানাও থাকেনা | বার বার চেষ্টা করেও আপনাদের সাইট থেকে খবর পড়া সম্ভব হয়না | এমন কি ব্লগে ঢুকলেও একই সমস্যায় পড়তে হয়।

এই সমস্যার কারনে ইদানিং আমার মতো এই হতভাগার দিন গুলি বড়ই কঠিন হয়ে পড়েছে |

অতএব মহোদয়দের প্রতি বিনীত আরজ , আমার মতো হতভাগাদের প্রতি বিশেষ নজর দিয়ে বেহায়াপনা আর অসভ্যতা পূর্ণ বিজ্ঞাপন থেকে আপনাদের সাইট কে রক্ষা করে বাধিত করবেন।

বিষয়: বিবিধ

১২০৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376588
২১ আগস্ট ২০১৬ রাত ০৮:১১
376591
২১ আগস্ট ২০১৬ রাত ০৮:১৩
কুয়েত থেকে লিখেছেন : এই সব সমস্যার কারনে আমাদের মতো এই হতভাগাদের দিন গুলি বড়ই কঠিন হয়ে পড়েছে। চেতনায় বড়ই আগাত লাগে ভালো লাগলো অনেক ধন্যবাদ
376593
২১ আগস্ট ২০১৬ রাত ০৮:২৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

MONEY is the 2nd GOD
টিকে থাকতে হলে তাকেও তো খুশী রাখতে হয়!!


এটা কিন্তু আমার কথা নয়!
২১ আগস্ট ২০১৬ রাত ০৯:২৭
312193
সম্পাদক লিখেছেন : জ্বি । টাকা কামানোর চেষ্টা থাকলে অনেক আগেই সাইট বন্ধ করে দেওয়া হতো। ভালো ধারনা রাখা ভালো ।
কু-ধারনায় ঈমান আমল সব নষ্ট হয় । কু-ধারনা করা হারাম ।
২২ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৬:৪৫
312265
গাজী সালাউদ্দিন লিখেছেন : এইসব এ্যাড এখন অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। সর্বোচ্চ সংযম নিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে হবে। এছাড়া উপায় নেই।
এইসব এ্যাডের পেছনে ব্লগ কর্তৃপক্ষের হাত আছে বলে আমার মনে হয়না.
কেননা, এই ব্লগ তো ব্যাবসায়ীক উদ্দেশ্যে কিংবা জাগতিক কোনো স্বার্থ হাছিলের জন্য করা হয়নি. মহত্ উদ্দেস্য নিয়েই এর যাত্রা।
২৩ আগস্ট ২০১৬ রাত ০৪:৩২
312292
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : নাউজুবিল্লাহWinking)
২৩ আগস্ট ২০১৬ দুপুর ১২:৩১
312302
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
কু-ধারণা নয়, আল্লাহতায়ালা ক্ষমা করুন!
টাকা কামানোর কথাও আমি বলিনি, বলেছি টিকে থাকার কথা!

আমি যা বলেছি সেটা এটা এক নির্মম বাস্তবতা মাত্র, টিকে থাকার প্রশ্ন!!

টু-ডে ব্লগের সাথে আমার প্রাণের স্পন্দন জড়িত, আপনিও তা জানার কথা!
ফী আমানিল্লাহ
376595
২১ আগস্ট ২০১৬ রাত ০৯:২৬
সম্পাদক লিখেছেন : ধন্যবাদ, বিষয়টি নজরে আনার জন্য।
যাদের এই সমস্যা হচ্ছে তারা কি দয়া করে যখন যে সময় বাজে এ্যাড আসে সেই এ্যাডের স্কৃন সট (screenshot) দিতে পারবেন?
২২ আগস্ট ২০১৬ রাত ০১:৪৩
312223
আসমানি লিখেছেন : আপনার কি এ সমস্যা হচ্ছে না?
২২ আগস্ট ২০১৬ সকাল ০৮:৫৫
312239
হতভাগা লিখেছেন : আরে ! এটা আবার কার নিক ? একে তো আগে কখনও দেখি নি ?
২২ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৬:৪৫
312264
গাজী সালাউদ্দিন লিখেছেন : এইসব এ্যাড এখন অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। সর্বোচ্চ সংযম নিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে হবে। এছাড়া উপায় নেই।
এইসব এ্যাডের পেছনে ব্লগ কর্তৃপক্ষের হাত আছে বলে আমার মনে হয়না.
কেননা, এই ব্লগ তো ব্যাবসায়ীক উদ্দেশ্যে কিংবা জাগতিক কোনো স্বার্থ হাছিলের জন্য করা হয়নি. মহত্ উদ্দেস্য নিয়েই এর যাত্রা।
@ চেতনাবিলাস
ইনশাআল্লাহ, আগামীকাল আমি স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করব
@ সম্পাদক
376611
২২ আগস্ট ২০১৬ রাত ০৩:৪০
এলাচি লিখেছেন : Use adblocket
376612
২২ আগস্ট ২০১৬ রাত ০৩:৪০
এলাচি লিখেছেন : Sorry, it should be Adblocker
২২ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৬:৪৩
312263
গাজী সালাউদ্দিন লিখেছেন : এইসব এ্যাড এখন অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। সর্বোচ্চ সংযম নিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে হবে। এছাড়া উপায় নেই।
এইসব এ্যাডের পেছনে ব্লগ কর্তৃপক্ষের হাত আছে বলে আমার মনে হয়না.
কেননা, এই ব্লগ তো ব্যাবসায়ীক উদ্দেশ্যে কিংবা জাগতিক কোনো স্বার্থ হাছিলের জন্য করা হয়নি. মহত্ উদ্দেস্য নিয়েই এর যাত্রা।
376617
২২ আগস্ট ২০১৬ সকাল ০৮:৫৭
হতভাগা লিখেছেন : এসব উলঙ্গ মেয়েদের ছবি আমার পিসিতেও আসে মাঝে মাঝে ।

আসে পাশে কোন লোকজন গেলে মনে করে যে পর্ণ সাইট দেখতেছি ।
২২ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৬:৪৩
312262
গাজী সালাউদ্দিন লিখেছেন : এইসব এ্যাড এখন অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। সর্বোচ্চ সংযম নিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে হবে। এছাড়া উপায় নেই।
এইসব এ্যাডের পেছনে ব্লগ কর্তৃপক্ষের হাত আছে বলে আমার মনে হয়না.
কেননা, এই ব্লগ তো ব্যাবসায়ীক উদ্দেশ্যে কিংবা জাগতিক কোনো স্বার্থ হাছিলের জন্য করা হয়নি. মহত্ উদ্দেস্য নিয়েই এর যাত্রা।
376644
২২ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৬:৪৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : এইসব এ্যাড এখন অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। সর্বোচ্চ সংযম নিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে হবে। এছাড়া উপায় নেই।
এইসব এ্যাডের পেছনে ব্লগ কর্তৃপক্ষের হাত আছে বলে আমার মনে হয়না.
কেননা, এই ব্লগ তো ব্যাবসায়ীক উদ্দেশ্যে কিংবা জাগতিক কোনো স্বার্থ হাছিলের জন্য করা হয়নি. মহত্ উদ্দেস্য নিয়েই এর যাত্রা।
376878
২৮ আগস্ট ২০১৬ সকাল ১১:৪৯
হতভাগা লিখেছেন : আপনাদের জন্য









মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File