কষ্ট আমার হৃদয় মাঝে!
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১২ আগস্ট, ২০১৬, ০৯:০৯:২৭ সকাল
শ্রাবণ মাসে বৃষ্টি যেমন অঝোর ধারায় নামে ,
তেমনি আমার হৃদয় মাঝে কষ্ট সাগর থামে।
দিন ও রাতের প্রহর গুলো কাটছে নাতো আর ,
কেমন করে বইব বলোএমন ব্যথার ভার?
কষ্ট আমার নয়কো সুখের কিংবা প্রিয়ার প্রেম ,
কষ্ট আমার মুমিন জীবন মণি কাঞ্চন হেম।
দেশ বিদেশে মুমিন জীবন গহীন আঁধার ঘেরা ,
ইহুদিদের ফাঁদে পড়ে বীর হয়েছে ভেড়া |
জংগী জংগী খেলার ছলে মুসলমানের শেষ ,
বিশ্বজুড়েই চলছে এখন মুমিন নিধন রেশ।
লক্ষ ভাগে ভগ্ন মুমিন জটিল প্যাচের মার ,
এরই ফাঁকে ইসলামই আজ হচ্ছে যে ছারখার |
বিষয়: সাহিত্য
১০০৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন