শিরোনামহীন! !!!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০৮ মে, ২০১৬, ০৬:৫৩:৩৩ সকাল

লেখাটির উপযুক্ত কোন শিরোনাম এই মুহুর্তে মাথায় আসছে না। সরকারি দল আর সরকারি কর্মকর্তা কর্মচারীদের অন্যায়ের মচ্ছব দেখে ঘৃণায় মস্তিষ্কের সব ভাবনার কোষগুলো কেমন জট পাকিয়ে যাচ্ছে | এত এত অন্যায় আর অপকর্ম দেখেও প্রতিবাদ করতে পারছিনা | এসব.অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই আশেপাশের মানুষগুলো আমার মুখ চেপে ধরে। তারা আমাকে হামলা মামলা আর গুম হয়ে যাওয়ার ভয় দেখায়। উপায় কেবল একটাই খোলা আছে। আর তা হল ছদ্মনামে ব্লগে লিখে যাওয়া | ব্লগে নিজের ক্ষোভ প্রকাশ করতে না পারলে কবেই যেন পাগল হয়ে রাস্তায় ঘুরতাম! কিন্তু এই লেখাই কী অন্যায় প্রতিরোধ করতে পারে? পারেনা | আর পারেনা বলেই হায়েনা সরকার দিনকে দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে | জামায়াত নেতাদের একে একে ফাঁসিতে ঝুলিয়ে এবার বিএনপির বড় বড় নেতাদের জেলে আটকে রেখে নির্যাতন করে মৃত্যুর মুখে পতিত হতে বাধ্য করছে।

বিএনপি এখন কী করছে? তারা না পারছে দল ঠিক করতে আর না পারছে হায়েনাদের থাবা থেকে নিজেদের রক্ষা করতে। এই মুহুর্তে যারা দেশকে হায়েনাদের কবল থেকে রক্ষা করতে পারতো সেই. প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের হায়েনারা কিনে নিয়েছে | তাদের বেতন দ্বিগুণ করে নির্বাচনে প্রকাশ্যে ভোট কেটে সরকারি দলের বাক্সে ভরতে বাধ্য করেছে | শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরাও আজ বিবেক ভুলে সরকারি দলের সব অন্যায় মুখ বুজে মেনে নিচ্ছে | জাতির উদীয়মান ভবিষ্যৎ কাণ্ডারীদের তারা সত্য ন্যায়ের আদর্শ না শিখিয়ে কীভাবে পরীক্ষায় নকল করে এ প্লাস পেতে হয়্‍ .কীভাবে প্রেম ভালোবাসার নামে অবৈধ যৌন সম্পর্ক গড়তে হয় সেটাই শিক্ষা দিচ্ছে | শিক্ষক নামধারী এসব চোর , ডাকাতদের জন্যই জাতির ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাচ্ছে |

দুর্নীতি , অন্যায় আর চরম মিথ্যাচার আমাদের চারদিকে থেকে ঘিরে ধরেছে|

এই অন্ধকার থেকে বাঁচতে হলে কতযে রক্ত ঝরাতে হবে কে জানে। ইতিহাস বলছে এহেন পরিস্থিতি থেকে রক্ষা পেতে হলে জাতিকে এক নদী রক্ত দেওয়ার জিন্য প্রস্তুত থাকতে হবে। ২০১৩ সালের ৫ ই মে রাতে শাপলা চত্তরে যে রক্ত দেওয়া শুরু হয়েছে হায়েনারা পরাজিত না হওয়া পর্যন্ত সেভাবেই রক্ত দিয়ে যেতে হবে। হায়েনাদের ভয়ে গর্তে লুকিয়ে গেলে এ জাতির কিছুই আর অবশিষ্ট থাকবেনা |

বিষয়: বিবিধ

১০০৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376880
২৮ আগস্ট ২০১৬ সকাল ১১:৫২
হতভাগা লিখেছেন :





এটা নিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File