জনাব মাহমুদুর রহমান , আমাদের ক্ষমা করবেন

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৯ এপ্রিল, ২০১৬, ০২:৫৩:০৫ দুপুর

বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাবাদী প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় লুটপাট এর কথা দেশবাসীকে জানানোর অপরাধে (!) আপনি দীর্ঘদিন যাবত্ জেলখানায় বন্দী | রিমান্ডের নামে হায়েনাদের দল আপনাকে অনেক কঠিন নির্যাতন করে চলেছে | তবুও আপনি শয়তানের কাছে মাথা নত করেননি | আপনি হয়তো ভেবে বসে আছেন যে এদেশের সংগ্রামী আর সত্যপ্রিয় মানুষ আন্দোলনের মাধ্যমে হায়েনাদের কবল থেকে আপনাকে মুক্ত করে আনবে। আপনার অপরিসীম ধৈর্য্য আর সত্যের প্রতি ভালবাসায় মুগ্ধ হয়ে আপনার হাতে জাতির নেতৃত্ব তুলে দেবে। কিন্তু না জনাব | এই দেশে শেখমুজিবের মত বেয়াদব কর্মী গঠনের রাজনীতি আজও কেউ করতে পারেনি | তাই খালেদা জিয়াকে দীর্ঘ দিনের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উতখাত হতে হয়েছে | আপনার প্রিয় দল বিএনপি আজ পদের লোভে নিজেরাই নিজেদের মধ্যে কামড়া কামড়ি শুরু করে দিয়েছে | তারেক রহমান আর বেগম খালেদা জিয়াকে আজ দল বাঁচাতেই গলদঘর্ম হতে হচ্ছে | এই চরিত্রে বিএনপির উপর মানুষ এখন ধীরে ধীরে আস্থা হারিয়ে ফেলছে | আপনার মুক্তি আন্দোলন তাই আর সফলতার মুখ দেখবে বলে মনে হয়না |

জানি আপনার মা আর আপনার মনে এই সাহস হারা জাতির জন্য অনেক করুণা | কিন্তু এই করুণা দিয়ে কি তাদেরকে সজাগ করা যাবে? যাবেনা | তাইতো আমার মত নগন্য এক কলম সৈনিককে আপনার কাছে ক্ষমা চেয়ে ব্লগ লিখতে হচ্ছে | শহীদ কাদের মোল্লা , কামারুজ্জামান , কিংবা মুজাহিদ ভাইয়ের মত আল্লাহ আর রাসুল প্রেমিকেরা ফাঁসির দড়ি গলায় পড়ে জাতিকে চোখে আংগুল দিয়ে বুঝিয়ে গেছেন যে এদেশে সচ্চরিত্র আর মুমিন মুসলমানদের বেশিরভাগ মানুষই ভালবাসেনা | তাই তারা অভিমান করে না ফেরার দেশে চলে গেছেন। হয়তো আপনি্ও জেলের ভিতরেই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন | ভালই হল। আপনাকে আর মিথ্যাপ্রিয় মানুষের সাথে চলতে হবেনা | আল্লামা সাঈদী হুজুর ঠিকই বলেছেন | তার লেখা নন্দিত নরকে বইটি পড়লে আপনি এদেশের বেশিরভাগ মানুষের চরিত্রের পরিচয় পাবেন | এইদেশের শিক্ষিত বা অশিক্ষিত সব শ্রেণির মানুষই দূর্নীতিগ্রস্ত | প্রায় নিরানব্বই ভাগ্ মানুষই শয়তানির মাধ্যমে জীবন চালাতে চায়। এই জাতির ভবিষ্যৎ বেশ্যাদের মতই উজ্জল(!) |

তাইতো এই অসহায় , অক্ষম এই আমি জাতির হয়ে , আপনার প্রিয় দল বিএনপির হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি |

বিষয়: বিবিধ

১২৪৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367472
২৯ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪৩
শেখের পোলা লিখেছেন : অন্ততঃ এতেই আমাদের শান্তি৷ এমন অকর্মা জাতি আমরা। সব অন্যায় মুখ বুজে সহ্য করে চলেছি।
367491
২৯ এপ্রিল ২০১৬ রাত ১০:৫৩
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সৈরশাষকের বন্দুকের সামনে যেতে পারছি না তাই
367492
২৯ এপ্রিল ২০১৬ রাত ১০:৫৫
মুহাঃ মাসউদুল হাসান মামুন লিখেছেন : আমারও খুব ভয় হচ্ছে কবে আমাকেও......
367509
৩০ এপ্রিল ২০১৬ সকাল ০৬:২৯
নিমু মাহবুব লিখেছেন : ধ্বংস এ জাতির জন্য!!
376884
২৮ আগস্ট ২০১৬ দুপুর ১২:০৩
হতভাগা লিখেছেন :



মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File