প্রসঙ্গ : আমার লেখার ভাষা
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৭ এপ্রিল, ২০১৬, ১২:৪৩:৩৯ দুপুর
ইদানিং লক্ষ্য করছি আমার অনেক প্রিয় ব্লগার আমার পোস্ট তেমন পড়েন না। যাদের নিয়মিত উতসাহ আমাকে কিছুটা হলেও এই ব্লগের একজন সফল লেখক হিসেবে প্রতিষ্ঠা পেতে ধীরে ধীরে হলেও সাহায্য করেছিল তারা এখন আমাকে এড়িয়ে চলছে। এক শুভাকাংখী ব্লগার ভাইয়ের কাছথেকে জানতে পারলাম আমার লেখাগুলো নাকি ইদানিং অনেক বিদ্বেষ পূর্ণ আর কর্কশ ভাষায় লেখা | তাই তার কাছে এগুলো এখন বিরক্তিকর | ভাইটি আমার ঠিকই বলেছেন | তিনি আমাকে অনেক সুন্দর উপদেশও দিয়েছেন
সুন্দর উপদেশ দেওয়ার জন্য তাকে ধন্যবাদ | আসলে কী জানেন? অনেক প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে একটি পোস্টার ঝুলানো থাকে।তাতে শিশুরা জীবন থেকে কীভাবে শিক্ষা গ্রহণ করে তার কয়েকটি উপায় বলা আছে। তার এক নম্বরেই লেখা " সমালোচনার মাঝে শিশু বেঁচে থাকলে সে কেবল নিন্দা করতেই শেখে।"
দুই নম্বরে .. শত্রুতার মাঝে বেঁচে থাকলে সে কেবল হানাহানি করতে শেখে।"
অস্বীকার করছিনা যে আমার লেখাগুলো বেশির ভাগই কড়া ভাষায় লেখা। তার কারণটা কিন্তু আধুনিক প্রাথমিক শিক্ষার মূল শিখনেই আছে।
সেই শিশুবেলা থেকেই নিজের ধর্মবিশ্বাস আর জীবন পথকে সমালোচনা আর বিদ্রুপের শিকার হতে দেখেছি | এই মত ও পথ ধারণ করার কারণে রাজনৈতিক ভাবে হাজারো শত্রুতার শিকার হয়েছি | সব কিছু পরিস্থিতির খাতিরে সহ্য করেছি ঠিকই তবে বুকের গভীরে ক্ষোভের লাভা কিন্তু বেড়েই চলেছে | ভাষা তাই আগুন ছাড়া অন্যকিছু ছড়াতে জানেনা | এবার বলুন এজন্য কে দায়ী? ?
বিষয়: বিবিধ
১১৪০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এরকম চালালে আপনি হারিয়ে যাবেন
মন্তব্য করতে লগইন করুন