এই মাটি আমার জন্মভূমি
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৫ এপ্রিল, ২০১৬, ০১:২২:৫৮ দুপুর
যে মাটিতে আমি জন্ম নিয়েছি সেই মাটি কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন নামে পরিচিত ছিল। কখনও ভারতবর্ষ . কখনও পাকিস্তান কিংবা কখনও শুধুমাত্র বাংগাল | তো যে নামেই থাকুক আমার জন্মভূমি মাটির রং কিন্তু একই রয়েছে | আমার নাগরিকত্ব বদলেছে ঠিকই তবে আমার জন্মভূমির মাটি কিন্তু বদলায়নি | নবাব সিরাজুদ্দৌলাকে পরাজিত করে বৃটিশরা যেদিন আমার মাটি দখল করেছিল তখনও কেউ কেউ বৃটিশদের দালালী করেছিল | ইতিহাসে তারা প্রগতিশীল বলে স্বীকৃতি পেয়েছে | সেই বৃটিশদের অত্যাচার থেকে বাঁচার জন্য আমার পূর্বপুরুষেরা অনেক সংগ্রাম করেছে। অনেক রক্ত দিয়েছে | ইসলাম বাঁচাতে হাতে হাত ধরে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। সেই সময় শের এ বাংলা , শেখ মুজিব . সোহরাওয়ার্দী সবাই. এই পাকিস্তানের জন্য আন্দোলন করেছে | কিন্তু আজ আবার অত্যাচার নির্যাতন কিংবা বঞ্চনার শিকার হয়ে পাকিস্তান থেকে বাংলদেশ হয়েছে | এই বাংলাদেশেও আজ অনেক মানুষ অত্যাচার .নির্যাতন কিংবা বঞ্চনার শিকার | হয়তো আগামীতে দেখা যাবে এই বঞ্চনাকে পুঁজি করে এদেশে পরিবর্তন হবে। তার পরও আমার জন্মভূমি মাটি তার আপন রূপেই থাকবে।
বিষয়: বিবিধ
১১৪৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাকিস্তানকে না ভুলতে পারলে পাকিস্তানে চলে যাবার সুযোগ সবসময়ই আপনাদের রয়েছে ।না হলে হাসুবুর বাহিনী তাড়া করেই যাবে আপনাদের ।
আপনাদের এই ভ্রান্ত নীতির জন্য আপনারা এদেশে মাইর খেতেই থাকবেন, কখনই তা থামবে না । পরকালে কি আপনি কি কনফার্ম যে আপনারা ৭১ এ যাদেরকে মেরেছেন তারা বা তদের ওয়ারিশেরা ক্ষমা করে দিয়েছেন ?
বান্দার হক বান্দা না ক্ষমা করলে সেটা আল্লাহও ক্ষমা করেন না - সেটা কি জানেন ?
আপনারা লড়বেন পাকিস্তানের জন্য বাংলাদেশের মাটিতে থেকে বাংলাদেশের বিপক্ষে ।
আপনাদের সাফারিংস দুনিয়াতে কেবলমাত্র শুরু হয়েছ , পরকালে তো থাকার কথাই - যেহেতু আপনারা অহংকারী ।
মন্তব্য করতে লগইন করুন