দুখ আমার জীবন সাথী
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৪ এপ্রিল, ২০১৬, ০৯:৩৯:৫০ রাত
দুখ আমার জীবন সাথী
দুখ গলার হার ,
দুখ আমার মায়া ভরা
মায়ের আদর |
দুখ আমার বাবার স্নেহ
বোনের ভালবাসা ,
দুখ আমার ভাংগা মনে
চির নতুন আশা |
দুখ আমার হৃদয় খাটে
পুষ্পের বাসর।
দুখ আমার আঁধার ঘরে
যেন চাঁদের আলো ,
দুখ আমার জীবনটাকে
পূর্ণ করে দিল |
দুখ আমার অভিশাপে
পরম সুখের বর।
বিষয়: বিবিধ
১১৭১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন