ভয়ঙ্কর হায়েনাদের হাত থেকে জাতিকে রক্ষা করার উপায় কী????
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২০ মার্চ, ২০১৬, ০৮:০১:৪৬ সকাল
মানবতা আর বিবেকবর্জিত একদল হায়েনা আজ বাংলাদেশের ক্ষমতায় | রাষ্ট্রের ডিফেন্স আর পুলিশ প্রশাসন অপব্যবহার করে এই হায়েনারা আজ জাতির টুটি চেপে ধরেছে। জাতি আজ এই হায়েনাদের অত্যাচারে ঠিক মতো নিশ্বাস ও নিতে পারছেনা | বাংলাদেশের জনগণের পছন্দমত রাষ্ট্রনেতা নির্বাচনের যে সুষ্ঠু ধারা প্রচলিত ছিল সেই ধারাকে এই হায়েনারা নষ্ট করে দিয়েছে | এখন নির্বাচন মানেই ব্যালট কেটে বাকশালী হায়েনাদের বিজয় নিশ্চিত করা।
প্রধান বিরোধী দল বিএনপি আজ একটি মেরুদণ্ড হীন দলে পরিনত | তারা আজ হায়েনাদের গুম .খুন .আর মিথ্যা মামলার অত্যাচারে মরনাপন্ন। তারেক জিয়া বিদেশে | এই অবস্থায় এই ভয়ংকর হায়েনার হাত থেকে জাতির মুক্তি কিভাবে সম্ভব?
আমি মনে করি জাতির বিবেকবান জনগোষ্ঠী যদি এককাতারে শামিল হয়ে হায়েনাদের বিরুদ্ধে একটি প্রচন্ড যুদ্ধ শুরু করে তাহলেই কেবল মহা বিপর্যয়ের হাত থেকে জাতির মুক্তি সম্ভব |
বিষয়: বিবিধ
৯০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন