ইচ্ছে করেই আড়াল করা হচ্ছে সব অপকর্মের হোতাদের
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১৪ মার্চ, ২০১৬, ০৭:৫৩:৪৬ সকাল
আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের মধ্যে যেসব ধ্বংসাত্মক ঘটনা ঘটেছে তার সব গুলোর পিছনেই রয়েছে আওয়ামী লীগেরই বড় বড় নেতারা | আর প্রত্যেকটি ঘটনার তদন্ত কাজ চালাতে গিয়ে যখন আসল সত্য বেরিয়ে আসে তখনই আওয়ামী শয়তানের দল সেটাকে ইচ্ছে করেই ধামাচাপা দেয়। মানুষ আর আসল ঘটনা জানতে পারেনা |
বিডিআর হত্যাকাণ্ড .শেয়ার বাজার লুট .সাগর রুনি হত্যাকাণ্ড .যুবলীগ নেতা মিল্কি হত্যাকাণ্ড .নারায়ণগঞ্জ এর সাত খুন . এমনকি বর্তমানে বাংলাদেশ ব্যঙ্ক থেকে টাকা চুরির ঘটনা এর সব গুলিতেই আওয়ামী চেলারা আর তাদের সমর্থক সরকারি চাকুরীজীবী শয়তানের দল জড়িত | এইসব ভদ্রবেশী শয়তানদের কারনেই বাংলাদেশের সাধারণ মানুষ এসব ঘটনার অন্তরালের আসল রহস্য জানেনা | আর বর্তমানের আদর্শ হীন একদল লুটেরা সাংবাদিক যাদের মূল কাজই হচ্ছে অপরাধ জগতের চেলাদের ব্লাকমেইল করে অগাধ সম্পদের মালিক হওয়া তারাও এজন্য দায়ি।
মোটকথা আওয়ামী সংশ্লিষ্ট পুলিশ .বিচারপতি .সাংবাদিক .সাহিত্যিক .রাজনীতিবিদ .কলামিস্ট .ও প্রশাসনের আওয়ামী চরিত্রহীন লুটেরা কর্মকর্তা কর্মচারী সবাই মিলে দেশটাকে ধ্বংস করছে | এই দলে আছে স্কুল .কলেজ .বিশ্ববিদ্যালয়ের একদল অন্ধ আওয়ামী সমর্থক শিক্ষক নামধারী গুণ্ডা | এই গুন্ডারা ভোট ডাকাতি থেকে শুরু করে বাকশালীদের সব অপকর্মকেই সাধারণ মানুষের কাছে চেতনার বাস্তবায়ন হিসেব তুলে ধরে। এরাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষার নামে ধর্মহীনতা .নাস্তিকতা .আর যৌনতা ফেরি করে বেড়ায়। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গুলিতে তাই এখন আর মানুষ তৈরি হয়না .তৈরি হয় লুটেরা .ডাকাত আর লুচ্চো |
বিষয়: বিবিধ
১১১৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন