বাংলাদেশের এক নম্বর শত্রু ভারত !!"

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১১ মার্চ, ২০১৬, ০৪:৪৩:১৯ বিকাল

শিয়ালের কাছে মুরগী বর্গা দেওয়া যেমন মূর্খতা ঠিক তেমনি বাংলাদেশের কল্যাণ কামনায় ভারত কে বিশ্বাস করাও মূর্খতা। কিন্তু তবুও আওয়ামী লীগ আর অধিকাংশ নাস্তিক বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কে ভারতের হাতেই তুলে দিয়ে স্বস্তি বোধ করে। গত কয়েকদিন বাংলাদেশের রিজার্ভড থেকে বেশুমার টাকা লোপাটের পিছনে ভারতেরই কারসাজি আছে একথা জোর দিয়েই আমি বলতে পারি। কারণ চুরি করার পর চোর ধরতে ভারতীয় আইটি এক্সপার্ট নিয়োগ দেওয়া এবং ব্যাঙ্কের সব কম্পিউটারে বিশেষ সফটওয়্যার বসিয়ে দেশের অর্থনীতির যাবতীয় তথ্য ভারতের হাতে তুলে দেওয়ার চক্রান্ত প্রমাণ করে যে তারা বাংলাদেশের সব কিছু ধ্বংস করে দিতে চায়।

জানি এবং দৃঢ় ভাবেই বিশ্বাস করি যে শেখ হাসিনা আর আওয়ামী লীগ সেদিনই পুরো খুশি হবে যেদিন বাংলাদেশের সব ক্ষমতা ভারতের হাতে চলে যাবে।

বিষয়: বিবিধ

১২৩০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362175
১১ মার্চ ২০১৬ বিকাল ০৫:০৭
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

নিজে খুশি হতে না পারলে
অন্যের খুশি দেখে ই খুশি থাকুন না Tongue

আল্লাহ তা’আলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমীন
362181
১১ মার্চ ২০১৬ রাত ০৮:০৮
শেখের পোলা লিখেছেন : এ জন্যইতো স্বাধীন হওয়ার প্রয়োজন পড়েছিল৷ বাঙ্গালী ধীরে ধীরে তা বুঝবে৷ধন্যবাদ
362203
১২ মার্চ ২০১৬ রাত ০৩:১৮
কুয়েত থেকে লিখেছেন : প্রতিবেশীর উন্নতী কেউ চায়না আমি আপনিও যদি ইসলাম না থাকে তো ভারত কেন প্রতি বেশীর অগ্রগতি চাইবে? কিন্তু আম্লীগ তা বুঝেও বুঝেনা শুধূ মাত্র ক্ষমতায় ঠিকে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে
362260
১২ মার্চ ২০১৬ বিকাল ০৫:৩৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : বুঝি বুঝি সবই বুঝি, বুঝেনা বুবুর হৃদয়
আমাদের কেন বারে বারে
বোকা হতে হয়!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File