সংশ্লিষ্ট ব্লগারদের আন্তরিক মুবারকবাদ

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০৮ মার্চ, ২০১৬, ১০:২৫:০৫ রাত

মোবাইল থেকে টুডে ব্লগে লেখার কাজ চালিয়ে যাই। কেননা মনের কথাগুলো প্রকাশ করতে না পারলে বুকটা ভারী হয়ে থাকে। ফেসবুকে একটা লেখার আইডি ছিল | কিন্তু ভুলক্রমে একদিন চেতনাধারীদের একটি পোস্টে কমেন্ট করে আমার দীর্ঘ ছবছরের আইডিটা হারিয়েছি | তার পর থেকেই টুডে ব্লগ আমার নিশ্বাসের অক্সিজেন এর মত। আর এখানে শেখের পোলা ও গাজী সালাহউদ্দিন নামের ব্লগাররা আমার সব লেখায় কমেন্ট করে উতসাহ দিয়ে যাচ্ছেন | কিন্তু অতীব দুখের বিষয় হচ্ছে আমি আমার মোবাইল থেকে কারও কমেন্টেরই জবাব দিতে পারিনা | তাই হয়তো তারা আমাকে ভুল বুঝে থাকতে পারেন। এই দুজন ছাড়া আরও কয়েকজন ব্লগার আমাকে নিয়মিত উতসাহ দিয়ে যাচ্ছেন | তাদের সবার জন্যই রইল আমার আন্তরিক মুবারকবাদ। আর হ্যাঁ .দিনের অধিকাংশ সময় পেশাগত কাজে ব্যস্ত থাকার কারণে আমার প্রিয় ব্লগারদের পোস্ট পড়া হয়না | তাই বলে তারা যে আমার নজরে নেই এটা যেন কেউ মনে না করেন | সত্যি বলছি আমি যখন দিন কিংবা রাতে এই ব্লগে ঢুকি তখন এই দম বন্ধ করা রাষ্ট্রীয় পরিবেশেও বেঁচে থাকার অর্থ খুঁজে পাই। সামান্য হলেও আশায় বুকটা দুলে ওঠে। তাই সংশ্লিষ্ট সকলের জন্যই রইলো শুভ কামনা |

বিষয়: বিবিধ

৯৬৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361865
০৮ মার্চ ২০১৬ রাত ১০:৪২
গাজী সালাউদ্দিন লিখেছেন : কেন মন্তব্য করা যায়না ঠিক বুঝতে পারলাম না। আমি মোবাইল এবং পিসি, দুটাতেই ব্যবহার করি। তবে মোবাইলে গুগোল ক্রোম দিয়ে সবসময় ঢোকা যায়না কিন্তু ইউসি ব্রাউজার দিয়ে ঢোকা যায় এবং মন্তব্যও করা যায়।
আর যদি পারেন, তাহলে টর ব্রাউজার ব্যবহার করবেন, তাতে কাজ দিবেই।
361868
০৮ মার্চ ২০১৬ রাত ১১:৩৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
361871
০৮ মার্চ ২০১৬ রাত ১১:৩৭
দুষ্টু পোলা লিখেছেন : তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
361880
০৮ মার্চ ২০১৬ রাত ১১:৪৮
361907
০৯ মার্চ ২০১৬ সকাল ০৫:৪৬
শেখের পোলা লিখেছেন : সত্যই বলেছেন, ব্লগটা নিঃশ্বাসের অস্কিজেনই বটে৷ আপনাকে আমার কথা মনে রাখার জন্য ধন্যবাদ৷ অচল কর্মহীন মানুষ মন হলেই এই ব্লগে চলে আসি৷ লেখা পছন্দের হলেই মন্তব্য করি৷ লেখক খুব একটা খুঁজিনা৷ আমি বেশির ভাগ ইসলামী বিষয় ও কোরআনের বিষয়ে লিখি৷ ব্লগে যার পাঠক একেবারে কম৷ দুঃখ নেই৷ বলতে পারি এটাই অনেক৷ মন্তব্যের জবাবও সংক্ষেপে হলেও দিয়ে থাকি৷ বিনিময় আশা করিনা৷ আপনার সুযোগ হলে আমার পাতায় আসবেন৷ আর উৎসাহ, নিজে পারিনা তাই অন্যকে দিয়ে লিখিয়ে আনন্দ পাই৷ ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File