কাঁদতেই আমি তৈরি
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০৮ মার্চ, ২০১৬, ০২:২৭:০৮ দুপুর
পরিবেশটাও অনুকূল নয়
সব কিছুই আজ বৈরী .
সম্বল আজ চোখের অশ্রু
কাঁদতেই আমি তৈরী |
কাশেম ভায়ের ফাঁসির রায়ে
এতটুকু নই ভীত .
জানি সাময়িক পরাজয় এই
আখেরেই পূরো জিত।
হায়েনার দল খুবলে খাবেই
মুমিন জনের রক্ত .
জানি বলেই রয়ে যাই আমি
ঘোর জামায়াত ভক্ত।
শহীদী মিছিল যত বড় হবে
তত হব মোরা নির্ভীক .
এই মিছিলের পথ ধরে জ্বলে
ঈমানের শিখা চারদিক।
বিষয়: সাহিত্য
৮৭৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন