আমরাও মুসলিম
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০৭ মার্চ, ২০১৬, ১২:৪২:১৩ দুপুর
আমরাও মুসলিম .
নামাজের মাঝে দোয়া করে চাই
সিরাতুল মুস্তাকীম |
কিন্তু যখনই মসজিদ হতে
রাস্তায় ফেলি পা .
নামাজের করা প্রতিশ্রুতি গুলো
আর মনে থাকে না।
নামাজ পড়ার শুরুতে বলেছি
"আমি মুশরিক নই ".
নেতাদের ছবি ঘরে রেখে করি
দলপ্রেম হই চই।
নেতার ছবিতে কেউ যদি করে
সামান্য অপমান .
তাহলে তাকেই ফাঁসির দড়িতে
কেড়ে নিই তাজা প্রাণ |
আবার যখন জীবিকার কথা ভাবি .
তখনই বলি মোর জীবিকার
সরকারের হাতে চাবি।
সরকারই নাকি বেতন দিয়ে
বাঁচায় সবার প্রাণ .
রিজিক দাতা যে আল্লাহ
এ কথা ভুলে হই নাফরমান।
এমনি করিয়া জীবন চলার
সব কাজে করি ভুল .
তাইতো মোদের আত্মার মাঝে
ফোটেনা "তাকওয়া " ফুল।
মুসলমান তো আল্লাহ ছাড়া
করেনা কারেও ভয় .
হয়তো মরণ আসবে তবুও
মানবেনা পরাজয়।
কুরআন সুন্নাহ আঁকড়ে ধরে
খোঁজে জীবনের পথ .
জান্নাত নামের দরোজায় গিয়ে
থামাবে সে জয়োরথ।
বিষয়: বিবিধ
৮০২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন