আল্লাহ তুমি রহম করো

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০৩ মার্চ, ২০১৬, ০৯:০৭:৪৬ সকাল

আল্লাহ তুমি রহম করো অধম মুসলমানে .

নির্যাতিত হচ্ছে যারা পৃথিবীর সব খানে।

oজঙ্গীবাদের অপবাদে যারা আজ দিশেহারা .

অমুসলিমরা একজোট হয়ে করছে যাদের সারা।

আমাদের মনে শক্তি দাও হে সব ব্যথা সহিবার .

বোঝা যদি দিলে দাও বুকে বল এই বোঝা বহিবার।

যে মুমিন আজ দ্বীন ভালবেসে ফাঁসির দড়িতে ঝোলে .

তাদেরেই যেন ভালবেসে যেতে মুমিন হৃদয় খোলে।

মুসলিম আজ বহু দল মতে হয়ে আছে শত ভাগ .

করো গো করুনা ঈমানের তেজে মোছে যেন কালো দাগ।

দ্বীন তোতোমার একটাই খোদা তবু কেন এই ভেদ .

নিজ দলকেই খাঁটি ভেবে কেন করে তারা মহা জেদ?

কেউ যদি বলে সব মুসলিম এক দলে বাঁধো জোট .

তার পিছে কেন পীর হক্কানী নাস্তিক পাকে ঘোট?

দিনে দিনে দ্বীন হয়ে যায় ক্ষীণ .কাফিররা ওঠে ফুলে .

মুমিনের বুক ভেঙে যায় দুখে .তরী ভেড়েনাতো কূলে।

হাসান বান্না .সাঈদ কুতুব সাঈদীর হয় ফাঁসি .

ইসলামী দল তবুওতো বিশ্বে অগনিত রাশি রাশি।

পীর হক্কানী ভুড়িভোজ মাতে.তাবলীগ পিকনিকে .

তবু কেন দ্বীন হয়ে আসে ক্ষীণ শকুনেরা দিকে দিকে।

তোমার করুণা ছাড়া এই দশা কাটবেনা কভু জানি।

দয়া কর প্রভু .রহমত ডোরে নাও গো কাছেতে টানি।

বিষয়: বিবিধ

১০৫১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361202
০৩ মার্চ ২০১৬ সকাল ০৯:১৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : মুসলমানদের করুণ অবস্থা নিয়ে বেদনাহত হৃদয় দহনের সুন্দর প্রকাশ ঘটিয়েছেন।

জাযাকাল্লাহ খাইর
361220
০৩ মার্চ ২০১৬ দুপুর ০২:৪৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভালোই লাগলো! ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File